Also read in

The deadline is over, Govt. Prepares to take action action against hiding Tablighis

সরকারের ডাকে সাড়া দিয়ে নিজে থেকেই যোগাযোগ করেছিলেন কাছাড়ের প্রথম কোভিড ১৯ পজিটিভ রোগী প্রাক্তন সেনাকর্মী ৫৭ বৎসর বয়স্ক সাজিবুর রহমান। কিন্তু এখনো অনেক নিজামুদ্দিন ফেরত লোক আত্মগোপন করে রয়েছেন। গতকাল বিকাল ছয়টা পর্যন্ত সময়সীমা নির্ধারিত করা হয়েছিল নিজামউদ্দিন মারকাজ থেকে আসা ব্যক্তিদের স্বেচ্ছায় প্রশাসনকে জানানোর জন্য।

এই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আজ থেকে প্রশাসন শক্ত হাতে আত্মগোপনকারী দের খুঁজে বের করতে প্রস্তুতি নিচ্ছে। যারা নিজামুদ্দিন থেকে এসে এখনো প্রশাসনকে জানাননি এবং এমনকি যারা মারকাজ ফেরদের আশ্রয় দিয়েছেন তাদের বিরুদ্ধেও ফৌজদারি মামলা করার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন, রবিবার স্পষ্টভাবে জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

যাদেরকে চিহ্নিত করা হয়েছে তার চেয়ে অনেক বেশি লোক মারকাজ থেকে রাজ্যে ফিরে এসেছেন। কিন্তু তারা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছেন না, লুকিয়ে রয়েছেন কারো বাড়িতে কিংবা কোন মসজিদে। এমনকি অন্য রাজ্যের কিছু নিজামুদ্দিন ফেরত লোক ও এ রাজ্যে রয়েছেন, এদেরকে খুঁজে বের করবে পুলিশ। ধর্মীয় নেতাদের কাছ থেকেও এদের সম্বন্ধে তথ্য জানতে চেয়েছে সরকার।

ইতিমধ্যেই সরকারের সাথে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে গুয়াহাটির মসজিদ কমিটি। বদরুদ্দিন আজমল ও মারকাজ ফেরতদের কাছে আবেদন রেখেছেন, ” আপনারা লুকিয়ে থাকবেন না, আপনারা মারকাজে গিয়েছিলেন, চুরি-ডাকাতি করেননি; কোন অপরাধ করেননি। তাই নিজেদের বাঁচাতে, অন্যদের বাঁচাতে স্বেচ্ছায় এগিয়ে আসুন”।

আশা করা যাচ্ছে জনগণ এই ডাকে সাড়া দেবেন। কিছুটা হলেও স্বস্তি, গত ২৪ ঘন্টায় আসামে কোন নতুন কভিড পজিটিভ কেইস পাওয়া যায়নি।

Comments are closed.