Also read in

Hindu Samhati donates essential commodities to 3000 people in Barak Valley

লকডাউনে খেটে খাওয়া গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ালো হিন্দু সংহতি। সংহতির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লকডাউনের সময় বরাকের বিভিন্ন জায়গায়  ৬৭৩ পরিবারের প্রায় তিন হাজার মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হয়েছে। এই খাদ্যদ্রব্যের মধ্যে চাল, ডাল, তেল, সোয়াবিন, বিস্কুট, সাবান ইত্যাদি ছিল বলে জানানো হয়।

 

শিলচরের শরৎপল্লী, রংপুর করাতি গ্রাম সহ  ঘুঙ্গুরের ভেটেরেওনারি সহ বিভিন্ন জায়গায়  খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তাছাড়া লক্ষ্মীপুর, দিলখুশ, বড়থল, সোনাই প্রভৃতি স্থানসহ করিমগঞ্জেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবাইকে লক ডাউন’র সময় ঘরে থাকার যে  অনুরোধ করেছেন কিংবা প্রশাসনও বারবার একই অনুরোধ করছে, তা মেনে চলার জন্য হিন্দু সংহতি পক্ষ থেকেও অনুরোধ করা হয়।

 

হিন্দু সংহতি সেই সঙ্গে জামাত তবলীগ’র সদস্যদের বিরুদ্ধে ভারতীয় আইনে ৩০৪, ১২০বি  আইপিসি ধারামতে এফআইআর নথিভুক্ত করতে সরকারকে আহ্বান জানিয়েছে।সরকার ও  প্রশাসন যখন বারবার নিজামুদ্দিন মারকজের সবাইকে সরকারি আধিকারিকদের সামনে এসে নিজেকে কোয়ারেন্টাইন করতে বলেছে, তখন সে নির্দেশ পালন না করলে তা আইনি অপরাধ হিসেবে গণ্য করা উচিত বলে সংহতি বিবৃতিতে উল্লেখ করে। সেইসঙ্গে  সরকার পরিস্থিতি অনুযায়ী যদি লকডাউনের সময়সীমা বাড়ায় তবে সংহতি সেবা কার্য চালিয়ে যাবে বলেও বিবৃতিতে জানানো হয়।

Comments are closed.