Also read in

DHAGA, an NGO, distributes relief materials to the poors

শিলচর শহরের অভাবী ও দরিদ্র মানুষদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করল ‘ধাগা’র সদস্যরা। তারা বিভিন্ন ত্রাণ শিবিরের মাধ্যমে আশ্রম রোড, মালিনী বিল, উজাওয়ালা সেন্টার হাউসের প্রায় ২০০ জন লোকের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এই অভাবী মানুষদের মধ্যে চাল, ডাল, তেল, নুন,আলু, সোয়াবিন, সাবানের মতো মৌলিক নিত্য প্রয়োজনীয় জিনিস বন্টন করা হয়। সে সময় ধাগা’র পক্ষ থেকে রোনক দাম, সৌম্যজিৎ দত্ত, তাপসী দে, অনুপ্রিয়া চক্রবর্তী, অতুল কুমার সিং, অভিষেক চক্রবর্তী ও প্রীতম রায় উপস্থিত ছিলেন।

তাছাড়া এই ত্রাণ বন্টনে সাহায্য করার জন্য ধাগা’র পক্ষ থেকে লায়ন শংকর প্রসাদ চক্রবর্তী, দেবরাজ চক্রবর্তী, লায়ন ইন্দ্রানী ভট্টাচার্য, তানিয়া ভৌমিক, শুভ রঞ্জন দাসকে ধন্যবাদ জানানো হয়। একইভাবে শিলচরের আরো বিভিন্ন অঞ্চলে ত্রাণ সামগ্রী বন্টন করার চেষ্টা করবেন বলে জানালেন ১৭ থেকে ২৫ বছর বয়সী ধাগা’র সদস্যরা।

Comments are closed.