
Snake bites man to death in Hatikhira TE, Karimganjwhile he was returning from shopping
বাজার করে সাইকেলে বাড়ি ফিরে আসতে পথে বিষাক্ত সাপের ছোবলে প্রাণ হারাতে হলো ৪৬ বছরের যুবক হরি সাঁওতালকে । এই দুঃখজনক ঘটনাটি রোববার বিকেলে করিমগঞ্জ জেলার হাতিখিরা বাগানের রাস্তায় ঘটে।
হাতিখিরা বাগানের বাসিন্দা হরি সাঁওতাল সলগই বাগান থেকে সাইকেলে করে বাড়ি ফেরার পথে রোববার বিকেল এই ঘটনাটি ঘটে। বিষাক্ত সাপের ছোবলে লুটিয়ে পড়েন ওই যুবক।
প্রায় নির্জন স্থানে ঘটনাটি ঘটায় কি করে এই দুঃখজনক ঘটনাটি ঘটল তা সঠিকভাবে কেউ জানাতে পারেনি। প্রথমদিকে কারোর নজরে ও পড়েনি । পরে একজন দুজন করে বাগানের সাধারণ শ্রমিকরা জড়ো হতে থাকে এবং বাজারিছড়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায় ।এই ঘটনায় বাগানে শোকের ছায়া নেমে আসে।
তবে হাতিখিরা অঞ্চলের জনগণের মতামত, ব্যক্তিটি মাদকাসক্ত ছিল এবং সলগই বাগান থেকে বিক্রি করার জন্য মদ নিয়ে আসছিল। ঐ এলাকায় মাদকাসক্তি ছড়ানোর কাজে বড় ভূমিকা পালন করছিল এই লোক । সলগই বাগান থেকে প্রায়শই বেআইনিভাবে চোলাই মদ নিয়ে এসে বিক্রি করতো সে। এইসব বেআইনি মদের কারবার বন্ধ করতে প্রশাসনের আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে স্থানীয় জনগণ মনে করেন।
Comments are closed.