Selling drugs without masks: Drugs Corner is temporarily shut down
প্রশাসনের বারংবার সর্তকতা সত্বেও প্রটোকল না মানায় এবার কড়া পদক্ষেপ নেওয়া হলো। শিলচর, ইটখলা এলাকার এক ওষুধের দোকানকে বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে, এই নির্দেশ লকডাউন চলাকালীন সময়ে কার্যকর থাকবে।
কোভিড প্রটোকল না মেনে মাস্ক ছাড়া দোকানের দুজন লোক ওষুধ বিক্রি করছিল শিলচর ইটখলা এলাকার ড্রাগস কর্নারে। প্রশাসনের নজরে আসায় দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই প্রথম শিলচরে কোন একটা ওষুধের দোকানকে বন্ধ করে দেওয়া হল। সোমবার বিকেলে রুটিনমাফিক সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এডিসি সুমিত সাত্তায়ান এই ঘটনার কথা উল্লেখ করেন।
সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহার সহ অন্যান্য বিধি যথাযথভাবে কার্যকর করা নিয়ে এবার আরও কঠোর হচ্ছে কাছাড় জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে। ইতিমধ্যে রাস্তাজুড়ে জিনিসপত্র সাজিয়ে লোকজনের চলাফেরার সময় সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে বাধা সৃষ্টির দরুন বন্ধ করে দেওয়া হয়েছে শহরের সৎসঙ্গ আশ্রম রোডের মার্কেটের এক গ্রোসারি শপ।
এদিকে, পুলিশ সুপার মানবেন্দ্র দেব রায় জানিয়েছেন নিয়ম ভঙ্গ করার অপরাধে এখন পর্যন্ত ১২৭ টি মামলা নথিভুক্ত করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে ৩৪১ জন কে।
Comments are closed.