Car driver collapses inside the car and dies eventually, police confused about the cause of death
আজ বৃহস্পতিবার সকালে কালাইন বাসস্ট্যান্ডে এক আইরিশ গাড়ির ভিতর রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায় এক যুবককে । আনুমানিক ৩০ বছরের ঐ যুবক নাজিম উদ্দিনের বাড়ি ভৈরবপুর আজুমারা এলাকায়, পিতার নাম সরব আলী।
কোন ধরনের দুর্ঘটনা বা ঘটনা ছাড়াই হঠাৎ করে যুবক বয়সের নাজিম উদ্দিনের মৃত্যুতে আশেপাশের জনগণ অবাক হয়ে যান; খবর যায় পুলিশ। কালাইন এবং কাটিগড়া পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ড্রাইভিং সিটে বসেই যখন যুবকের মৃত্যু হয়, তখন তার মুখ থেকে লালা ও রক্ত বের হচ্ছিল। আশে পাশের জনতার সন্দেহ হচ্ছে, কোন ধরনের মাদক দ্রব্যের মাত্রাতিরিক্ত সেবনের কারণে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে।
AS 11 BC 0248 নম্বরের রেজিস্ট্রিকৃত এই গাড়ির মালিক নাজিমউদ্দিনের বড় ভাই বলে জানা গেছে।
Comments are closed.