
Massive fire in Patherkandi; two houses one shop burnt to ashes
পাথারকান্দি তিনখালে বিধ্বংসী অগ্নিকাণ্ড
বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই গৃহস্থের বাড়ি সহ দোকানে গৃহ। স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল গোটা এলাকা। ঘটনা পাথারকান্দির তিনখাল এলাকায়। স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য মতে, বৃহস্পতিবার সন্ধা ছয়টা নাগাদ তিনখালের বাসিন্দা মাধব সিনহার ঘরে অজানা কারণে অগ্নিসংযোগ ঘটে।
আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে গ্রাস করে নেয় মাধব সিনহার পুরো বাড়ি।এর মধ্যেই রান্না ঘরে থাকা তিন তিনটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। যার কারণে আগুনের তীব্রতা আরও প্রখর হয়ে উঠে। স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেওয়ার আগেই মাধব সিনহার ঘর থেকে তার প্রতিবেশি যাদব সিনহার ঘরে অগ্নি সংযোগ ঘটে। স্থানীয়রা কোন কিছু বোঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায় দুই গৃহস্থের বশতবাড়ি সহ একটি দোকান ঘর।প্রত্যক্ষদর্শীর ধারনা মতে, হয়তো বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে অগ্নিসংযোগ ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমান দশ লক্ষ টাকার বেশি হবে বলে অনুমান করছেন মাধব সিনহা।
এদিকে ঘটনার খবর পেয়ে আধঘন্টার মধ্যে দমকল বাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সম্পূর্ণ রূপে ছাই হয়ে যায় দুই গৃহস্থের পাকা বাড়ি। ঘটনায় আহত হয়েছেন তিনজন। স্থানীয় পাথরকান্দি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাথরকান্দি হাসপাতালে প্রেরণ করে।ঘটনার তদন্তের পর আগুন লাগার আসল কারণ জানা যাবে বলে উল্লেখ করেন পাথারকান্দি থানার ওসি।
Comments are closed.