Also read in

Specially abled youth drowns in Udharbond's Modhura River

মধুরা নদীর জলে তলিয়ে গেল মানসিকভাবে অসুস্থ উধারবন্দের এক যুবক

উধারবন্দ থানার অর্ন্তগত বাহাদুরপুরে মধুরা নদীতে ভেসে গেলো এক যুবক। জানা গেছে, যুবকটির মস্তিষ্কে বিকৃতি ছিল। বৃহস্পতিবার নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় মানসিকভাবে অসুস্থ সেই যুবক।

জানা গেছে, নদীতে ভেসে যাওয়া যুবক বাহাদুরপুরের রংপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা জিয়া উদ্দিন লস্করের ছেলে মাকমুদ হোসেন লস্কর ওরফে লাদেন। আরও জানা যায়, মস্তিষ্কে বিকৃতি থাকায় পায়ে শিকল লাগানো থাকতো সতেরো বছরের লাদেনের।

(মানুষের জন্যই আসলে বাঁচে মানুষ! এটাই পাঠ করোনা রাক্ষুসির)

ঘটনায় প্রকাশ, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় বাহাদুরপুরের রংপুর দ্বিতীয় খণ্ডের মধুরা নদীতে স্নান করতে যায় সে। অন্যদিনের মত স্নানের জন্য নদীতে নামে। কিন্তু এদিন নদীর জলে নামতেই সে তলিয়ে যায়। আর কোনভাবেই নদীর পারে উঠে আসতে পারে না লাদেন। ঘটনাটা আসলে কি ঘটেছিল কিংবা কি কারণে লাদেন নদীর জলে তলিয়ে যায় সেটা এখনও পরিষ্কার নয়।

পরে ঘটনাটির বিষয়ে উধারবন্দ থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার বি এন বৈশ্য ঘটনাস্থলে ছুটে যান। পরে ঘটনাটির বিষয়ে এসডিআরএফকে জানানো হয়।কিন্তু রাত হয়ে যাওয়ায় এসডিআরএফ বাহিনী এদিন না এসে শুক্রবার সকাল বেলা ঘটনাস্থলে আসে এবং লাদেনের খোঁজে মধুরা নদীতে তল্লাশী অভিযানে নামে। সংবাদ লেখা পর্যন্ত লাদেনের খোঁজ পাওয়া যায়নি। তবে এসডিআরএফ বাহিনী তাদের খোঁজ অব্যাহত রেখেছে।

Comments are closed.