Covid-19 : Various places of Cachar District declared as Containment zone
জেলার বিভিন্ন স্থানে কোরনা সংক্রমনের ঘটনার পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা প্রশাসন বেশ কয়েকটি স্থানকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে।
এগুলোর মধ্যে রয়েছে, গ্রীন হিলস হাসপাতালের স্বত্বাধিকারী রুদ্র নারায়ণ গুপ্তের (পিতা: প্রয়াত ডঃ রাহুল গুপ্ত) অম্বিকা পট্টি(রামানুজ গুপ্ত জুনিয়র কলেজ ক্যাম্পাসের ভেতরে)স্থিত বাসভবন ‘সুপৃতি’;
প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর মনিকা দেবের ( স্বামী- ডঃ অভিজিৎ দাস) পশ্চিম রাঙিরখাড়ি কৃষ্ণ চরন রোডের বাসভবন ( হাউজ নং ৫৩) ;
গ্রীনহিলস হাসপাতালের দুই কর্মী ববিতা সিংহ (২৩) এবং সোনিয়া চানু (২৫) র মেহেরপুর, বেলতলা( গ্রীন হিলস এক্সটেনশন ইউনিট-১ হোস্টেল) স্থিত গৃহ।
২২ বছর বয়স্ক রামনগর, নেসলে গোডাউনে কর্মরত ২২ বছরের তিলক দাস (পিতা অনিল দাস) এর সানলাইট হসপিটালের সন্নিকটস্থ আশ্রম রোড, তপোবন নগরের বাসগৃহ ;
২৭ বছর বয়স্ক সুপর্ণা বারৈ’র মেডিনোভা হসপিটাল সন্নিকটস্থ পাঁচঘরি রোডের (অরুপ নাথের বাড়ি) বাসগৃহ;
৫১ বছর বয়স্কা সবিতা কর্মকারের মেহেরপুরের সাউথ সিটি লেন স্থিত বাসগৃহ ;
১৯ বছর বয়স্কা মহিলা মামণি নুনিয়ার শিলচর মেডিকেলের দন্ত চিকিৎসা হাসপাতালের সন্নিকটস্থ ঘুঙুরের বাসভবন(ভাড়া ঘরের মালিক সাবি দে) ;
৫৬ বছর বয়স্কা পুনম কুমারীর কুম্ভীরগ্রাম, কেন্দ্রীয় বিদ্যালয়স্থিত কোয়ার্টার।
উল্লেখিত স্থান গুলি সিল করে দেওয়া হয়েছে এবং কনটেইনমেন্ট জোন সংক্রান্ত সকল বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
Comments are closed.