Also read in

17 more test positive for COVID 19 in Hailakandi; district total rises to 642

হাইলাকান্দিতে কোভিড আক্রান্ত আরও ১৭, সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৪২

হাইলাকান্দি জেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধের কোন লক্ষণ আপাতত চোখে পড়ছে না। জেলায় প্রতিদিন দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে কোভিড আক্রান্তের সংখ্যা। বিগত চব্বিশ ঘন্টায় হাইলাকান্দি জেলায় করোনা ভাইরাস আক্রান্ত হলেন আরও ১৭ জন। এনিয়ে জেলায় মোট পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে হল ৬৪২ ।

শুক্রবার মিনহাজ হুসেন লস্কর (২৪), রামবাবু মুন্ডা (৩০), জাবির আহমেদ (২৬) , আমির হুসেন (৩০), বদরুল হুসেন (২০), জাকির হুসেন বড়ভুইয়া (২২), আনোয়ার হুসেন চৌধুরী (২৫) এবং নজরুল ইসলাম বড়ভুইয়া (৩৫)’ র কোভিড পজিটিভ ধরা পড়েছে। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের (আরএটি) অধীনে পজিটিভ হিসেবে ধরা পড়া আরও নয় জনের নাম এখনও জানা যায়নি। ১৩ টি পজিটিভ কেইসের মধ্যে পাঁচ জনকে ধলেশ্বরী ইনবাউন্ড যাত্রীবাহী ফ্যাসিলিটেশন সেন্টারে র‌্যাট অনুসরণ করে সনাক্ত করা হয়েছে। একজন প্রশান্তি লজে সুবিধাযুক্ত সংযোজন কেন্দ্রের অধীনে ছিলেন, এসসি দে কলেজ সেন্টারে চারজন , লালা রুর‍্যাল কলেজ কোয়ারান্টাইন সেন্টারে একজন এবং দুই জন পি কে গার্লস হোস্টেল কোয়ারান্টাইন সেন্টারে ছিলেন। তাদের সবাইকে মডেল গার্লস হোস্টেলের কোভিড ১৯ কেয়ার সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে।

অন্যদিকে সুস্থ হওয়া পাঁচজনকে শুক্রবার হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে মোট মুক্তিপ্রাপ্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে ৩৭৮। জেলায় বর্তমানে ২৫৮ টি সক্রিয় মামলা রয়েছে। র‌্যাটের আওতায় ২৯ জনকে কোভিড ১৯ পজিটিভ এবং আসাম
টার্গেটেড সার্ভিলেন্স লক্ষ্যযুক্ত নজরদারি কর্মসূচির আওতায় ৬৩ জনকে পজিটিভ পাওয়া গেছে। জেলায় ৫৬৯ জন লোক পৃথকীকরণ কেন্দ্রের অধীনে এবং ৫৭৩৩ জন হোম কোয়ারান্টাইনের আওতায় রয়েছেন। জেলায় ১২৯৭৯ জনের সোয়াব টেস্টের মধ্যে ১০০৩৯ জনের নেগেটিভ এসেছে। এছাড়া ৮৯৪ জনের রিপোর্ট আসার অপেক্ষায়।এদিকে জেলা প্রশাসন জেএনভি কোয়ারান্টাইন সেন্টারকে কোভিড কেয়ার সেন্টার হিসাবে ঘোষণা করেছে।

Comments are closed.

error: Content is protected !!