Also read in

Covid-19: Assam government prohibits inter district movement from 22nd July

করোনা সংক্রমণ রুখতে এবার আন্তঃ জেলা যাতায়াতে বিধিনিষেধ জারি করলো আসাম সরকার। জরুরী পরিষেবা এবং পণ্য পরিবহনে ছাড় দিয়ে আগামী বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য গোটা রাজ্যে বন্ধ হয়ে যাচ্ছে আন্তঃজেলা চলাচল।

তবে যে যার গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার জন্য শুধু এই সোম এবং মঙ্গলবার দুদিন ছাড় দেওয়া হয়েছে ; বুধবার অর্থাৎ ২২ জুলাই থেকে এই নতুন বিধি নিষেধ অনির্দিষ্টকালের জন্য বহাল হবে। রাজ্যের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ গতকাল ASDMA.24/2020 Part-1/93 নং নির্দেশনামায় বিধিনিষেধ আরোপ করেছেন।

তবে, চিকিৎসা এবং অন্তিম সংস্কারের মতো বিশেষ জরুরী প্রয়োজনে আন্তঃজেলা যাতায়াতে ও অনুমতি মিলবে। এই ক্ষেত্রগুলিতে লিখিত অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের কাছ থেকে।

উল্লেখ্য, সমগ্র বিশ্ব তথা দেশের সাথে আসামে ও করোনা সংক্রমণের ব্যাপকহারে বৃদ্ধি ঘটে চলেছে। গতকাল রাত ১১ টা ৫৫ মিনিটে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক টুইটে জানিয়েছেন, সমগ্র রাজ্যে এখন পর্যন্ত সর্বমোট ২২,৯৮১ জন কোভিডে আক্রান্ত হয়েছেন । তার মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৫,১৬৫ ; সক্রিয় রোগী রয়েছেন ৭৭৬০ ইতিমধ্যে মারা গেছেন তেপান্ন জন।

বরাক উপত্যকায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩২৩, সক্রিয় রোগী ৪২৬, ইতিমধ্যে ছাড়া পেয়েছেন ৮৯৪, মারা গেছেন তিনজন। শিলচরের সাংসদ রাজদীপ রায়ের গতকাল রাত ১১টায় ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী এই পরিসংখ্যান পাওয়া যায়।

Comments are closed.