Also read in

Town Club organises under 17 Chess competition in Silchar

অনূর্ধ্ব ১৭ দাবা প্রতিযোগিতা করছে টাউন ক্লাব

শনিবার থেকে দু’দিনব্যাপী দাবা প্রতিযোগিতার আয়োজন করছে শিলচরের ঐতিহ্যবাহী টাউন ক্লাব। অনূর্ধ্ব ১৭ এই প্রতিযোগিতার আসর বসবে ক্লাব ভবনেই। আসলে টাউন ক্লাব প্রতিবছরই মনসুন স্পোর্টস এর আয়োজন করে থাকে। এতে থাকে দাবা প্রতিযোগিতাও। তবে এবার করোনার জেরে দীর্ঘদিন লকডাউন থাকায় মনসুন স্পোর্টস আয়োজন করা সম্ভব হয়নি। ফলে দাবাড়ুরা অন্য বছরের তুলনায় অনেক কম সুযোগ পেয়েছেন। তাই করোনাকালে উড়তি দাবাড়ুদের উৎসাহ দিতেই এই আসরের আয়োজনে এগিয়ে এসেছে টাউন ক্লাব।

আসরে এখন পর্যন্ত মোট ১৮ জন প্রতিযোগী নাম লিখিয়েছেন। তবে সংখ্যাটা আরো বাড়বে। অনূর্ধ্ব ১৭ এই আসরে ছেলে ও মেয়েরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় প্রথম থেকে পঞ্চম স্থান লাভ করা প্রত্যেক ছেলে ও মেয়ে কে পুরস্কৃত করা হবে। তবে থাকবে না কোনো প্রাইজমানি।

প্রতিযোগিতায় প্রথম তিনজন ছাড়াও পুরস্কৃত করা হবে দুই প্রতিশ্রুতিবান ছেলে ও মেয়ে দাবাড়ু কে। শিলচর শহরে এমন খুব কম ক্লাব রয়েছে যেখানে দাবার নিয়মিত চর্চা হয়ে থাকে। এরই একটি টাউন ক্লাব। প্রতিবছরই ক্লাব ভবনে খুদে দাবাড়ু দাবার চর্চা করে থাকেন। হয়ে থাকে বিভিন্ন প্রতিযোগিতাও।

মহামারী ভাইরাস এর জেরে এবার ফুটবল কোচিং ক্যাম্পের আয়োজন করতে পারেনি টাউন ক্লাব। তাই বলে হাত গুটিয়ে বসে নেই ক্লাবের কর্মকর্তারা। এবার পিছিয়ে পড়া ভলিবলকে প্রমোট করার জন্য এগিয়ে এসেছে টাউন ক্লাব। শনিবার থেকে সোনাইয়ে দুদিনের প্রাইজমানি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করবে তারা। প্রয়াতঃ সামসুল হক এর স্মৃতিতে এই টুর্নামেন্ট করবে টাউন ক্লাব। এতে চ্যাম্পিয়ন দল পাবে তিন হাজার টাকা। রানার আপ দল পাবে দু হাজার টাকা।

Comments are closed.

error: Content is protected !!