Also read in

Barak Valley open chess tournament from January 23; Rotary Club associates with the event

আগামী ২৩ জানুয়ারি থেকে বরাক ভ্যালি ওপেন চেস টুর্নামেন্টের আসর বসছে শিলচরে। এর আয়োজনে রয়েছে কাছাড় জেলা চেস এসোসিয়েশন (সি ডি সি এ)। টুর্নামেন্টের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রোটারি ক্লাব অব শিলচর ও রোটারেক্ট ক্লাব অব শিলচর। দু’দিনব্যাপী প্রতিযোগিতার আসর বসবে রোটারি ক্লাবে। আজ এক সাংবাদিক সম্মেলন ডেকে যৌথভাবে এমনটা জানিয়ে দেন রোটারি ক্লাব ও সি ডি সি এর সদস্যরা।

করোনাকালে রাজ্যে এটাই হবে স্বীকৃতিপ্রাপ্ত কোনো চেস টুর্নামেন্ট। এর স্বীকৃতি দিয়েছে অল আসাম চেস এসোসিয়েশন। ২৩-২৪ দুদিন প্রতিযোগিতার পর পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে ৩১ জানুয়ারি। ৪৫ মিনিটে মোট ছয় রাউন্ডে খেলা হবে ফিডে নিয়মে। টুর্ণামেন্টে আরবিটার হিসেবে থাকবেন ত্রিপুরায় প্রদীপ কুমার রায়। প্রতিযোগিতায় প্রথম এগারোজনকে পুরস্কৃত করা হবে। এছাড়াও অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১০, অনূর্ধ্ব ৯, অনূর্ধ্ব ৭ ক্যাটাগরির দাবাড়ু কেও পুরস্কৃত করা হবে।

সি ডি সি এর সভাপতি চার্বাক বলেন, করোনাকালে এই প্রথম রাজ্যে স্বীকৃতিপ্রাপ্ত কোনও চেস টুর্নামেন্ট হতে যাচ্ছে। আমরা আশা করছি প্রতিযোগিতায় মোটামুটি ৫০ জন দাবাড়ু অংশ নেবেন। তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকারের নয়া নীতির ফলে দাবার গুরুত্ব আরো বেড়ে যাবে। তাই দাবাড়ুদের জন্য এখন প্রতিটি টুর্নামেন্টেই গুরুত্বপূর্ণ।

রোটারি ক্লাব অব শিলচরের গভর্নস শিবব্রত দত্ত জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে রোটারি ক্লাব। তবে রোটারি ক্লাব খেলাধুলা কেও যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। চেস খেলায় মস্তিষ্কের বিকাশ ঘটে। তাই রাজ্য স্তরের একটি প্রতিযোগিতা আয়োজনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রোটারি ক্লাব। রোটারিয়ান তৈমুর রাজা চৌধুরী বলেন, রোটারি ক্লাব সমাজের বিভিন্ন স্তরে সেবামূলক কাজ করে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। দেশের বিভিন্ন শহরে খেলাধুলার আয়োজনে সহযোগিতা করছে। এবার শিলচরের রোটারি ক্লাব খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে এলো।

Comments are closed.