Withdrawal process over: Here is the final list of candidates in Cachar
কাছাড়ের ৭টি আসনে ১০ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন, মাঠে রইলেন দিলীপ পাল সহ ৬৩
আসাম বিধানসভার দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার পর্ব শেষ হলো আজ। বরাক উপত্যকার তিন জেলা কাছাড়, করিমগঞ্জে ও হাইলাকান্দিতে যথাক্রমে ৮ জন, ১৫ জন এবং ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। প্রত্যাহার পর্ব শেষে কাছাড়ে ৬৩ জন , করিমগঞ্জে ..জন এবং হাইলাকান্দি জেলায় ৪৬ জন নির্বাচনী রণাঙ্গনে শেষ পর্যন্ত টিকে রইলেন।
কাছাড় জেলায় মনোনয়নপত্র প্রত্যাহার করেন শিলচর কেন্দ্রে ২ জন, ধলাই কেন্দ্রে ১ জন, বড়খলায় ১ জন এবং কাটিগড়ায় ৪ জন। প্রত্যাহার শেষে কাছাড়ে রইলেন ৬৩ জন।
শিলচর আসনে প্রত্যাহার করেন দুই জন, জহরলাল গোয়ালা ও রতনলাল গোয়ালা।
বর্তমানে শিলচর কেন্দ্রে নির্বাচনী আসরে যে ১৫ জন রইলেন তারা হলেন,
দিপায়ন চক্রবর্তী (বিজেপি)
তমাল কান্তি বণিক (কংগ্রেস)
বিস্ময় চমক গোস্বামী (ভারতীয় গণপরিষদ)
দুলালী চক্রবর্তী (এসইউসিআই)
প্রশান্ত লস্কর (রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া)
রাজু সিনহা (হিন্দুস্তান নির্মাণ দল)
নির্দল :
দিলীপ কুমার পাল
শুভদীপ দত্ত
অনুপ দত্ত
বিজু চন্দ
অনুপম দেব
বাপ্পি পাল
বক্তার উদ্দিন মজুমদার
রোশনা বেগম লস্কর
শংকর চক্রবর্তী
সোনাই বিধানসভা আসনে দাখিল করা ১৪টি মনোনয়ন পত্রের সবকয়টি গৃহিত হয়েছিল এবং কেউ মনোনয়নপত্র প্রত্যাহার ও করেননি। সোনাই কেন্দ্রে রণাঙ্গনে আছেন,
আমিনুল হক লস্কর(বিজেপি)
করিম উদ্দিন বড়ভূঁইয়া (এআইইউডিএফ)
আনোয়ার হোসেন লস্কর (সমাজবাদী পার্টি)
এম শান্তি কুমার সিংহ(তৃনমূল)
অঞ্জন কুমার চন্দ (এসইউসিআই)
অঞ্জন কুমার চন্দ্র (এসইউসিআই-কমিউনিস্ট)
নির্দল :
আশিস হালদার
সুকুমার সোনার
আবদুল মতলিব লস্কর
সোয়েল আহমেদ বড়ভূঁইয়া
দিলীপ কুমার দাস
বিজন পাল
এনামুল হক লস্কর
নজরুল ইসলাম লস্কর
ধলাই আসনে ৯টি দাখিল করা মনোনয়ন পত্রের মধ্যে সি পি আই এর লোকনাথ দেবরায়ের মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষনা করা হয়েছিল এবং ফনি ভূষণ রায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাই, ধলাই সংরক্ষিত আসনে রইলেন ৮ জন। এদের মধ্যে রয়েছেন,
পরিমল শুক্লবৈদ্য (বিজেপি)
কামাখ্যা প্রসাদ মালা(কংগ্রেস)
গৌড় চন্দ্র দাস(এসইউসিআই-কমিউনিস্ট)
রাম রতন দুসাদ (আসাম জাতীয় পরিষদ)
নির্দল:
দীপক রঞ্জন রায়
পরিমল দাস
অনন্ত মোহন রায়
উধারবন্দ আসনে দাখিল করা ৮টির মধ্যে নির্দল প্রার্থী শশাঙ্ক আচার্যের মনোনয়ন পত্রটি বাতিল বলে ঘোষনা করা হয়েছিল এবং কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই এই আসনে যে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন,
অজিত সিং (কংগ্রেস)
মিহির কান্তি সোম(বিজেপি)
আইনুল হক লস্কর (অসম জাতীয় পরিষদ)
নির্দল :
রাহুল রায়
সুব্রত মজুমদার
দেবজ্যোতি ভট্টাচার্য
সুমন দাস
লক্ষীপুর আসনের মোট ৭টি মনোনয়ন পত্রের মধ্যে নির্দল প্রার্থী মইদুল ইসলাম লস্করের মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষনা করা হয়েছিল এবং কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। যে ৬ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তারা হলেন,
কৌশিক রায় (বিজেপি)
মুকেশ পান্ডে(কংগ্রেস)
আলিম উদ্দিন লস্কর (অসম জাতীয় পরিষদ)
নির্দল:
থৈবা সিংহ
ক্ষীরোদ কর্মকার
চিরঞ্জিত আচার্য
বড়খলা আসনের ৭ জন প্রার্থীর মধ্যে মধ্যে বাঙ্গালী নবনির্মান সেনা বিএন এস এর অসীম পালের মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষনা করা হয়েছিল এবং শাহানুর আলম লস্কর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। নির্বাচনী রণাঙ্গনে যে ৫ জন রয়েছেন তারা হলেন,
অমলেন্দু দাস (বিজেপি)
মিসবাহুল ইসলাম লস্কর (কংগ্রেস)
মেহবুব রহমান বড়ভূঁইয়া (অসম জাতীয় পরিষদ)
নজমুল হক লস্কর
হিফজুর রহমান লস্কর
কাটিগড়ায় দাখিল করা ১৬টি মনোনয়ন পত্রের মধ্যে অসম জাতীয় পরিষদ দলের সাধন বাবু সিনহা,পলিটিকাল জাস্টিস পার্টির সায়েদ আহমেদ বড়ভূঁইয়া, রাষ্ট্রীয় লোক সমতা পার্টির রবিজুল আলী বড়ভূঁইয়া এবং নির্দল প্রার্থী রঞ্জিত কুমার সিংহের মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষনা করা হয়েছিল । আজ সন্তোষ রায়, সমীরণ দে, সজল কান্তি দাস, বিমান রায় তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে কাটিগড়া কেন্দ্রে প্রতিদ্বন্দিতায় রইলেন সর্ব মোট আটজন,
গৌতম রায় (বিজেপি)
খলিল উদ্দিন মজুমদার (কংগ্রেস)
নির্দল :
মনসুর হাসান চৌধুরী
হিলাল আহমেদ তালুকদার
আব্দুল অদুদ চৌধুরী
সিহাব উদ্দিন আহমেদ
জুনায়েদ আহমেদ বড়ভূঁইয়া
নাসির উদ্দিন বড়ভূইয়া
কাছাড়ের সাতটি আসনে ৮০জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।
Comments are closed.