Also read in

Contest for DSA's Cricket Secretary: It's Niranjan Das VS Niharendu Deb again

ক্রিকেট সচিব পদে ফের আমনে সামনে নিরঞ্জন-নিহারেন্দু

এ যেন ২০১৯ সালের পুনরাবৃত্তি ! শিলচর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব পদ নিয়ে ফের একবার মুখোমুখি হতে চলেছেন জেলার দুই প্রাক্তন ক্রিকেটার নিরঞ্জন দাস ও নিহারেন্দু দেব। ডি এস এর শেষ বি জি এমেও ভোটের লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন এই দুই প্রাক্তন তারকা। সেবার লড়াইয়ে বাজিমাত করেছিলেন নিরঞ্জন। এবারও দুজনেই ক্রিকেট সচিব পদের জন্য নিজেদের দাবি পেশ করেছেন।

এতদিন চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিতে পারছিলেন না বর্তমান ক্রিকেট সচিব নিরঞ্জন। দোটানায় ছিলেন। সরে যাবেন, নাকি আরেকটা টার্ম দায়িত্ব সামলাবেন। তবে এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ফের একবার ক্রিকেট সচিব পদের জন্য নিজের দাবি পেশ করবেন। ‌ তার জন্য যদি নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়, তাতেও পিছপা হবেন না।
সোমবার থেকে প্রচার শুরু করে দেবেন বলে জানিয়েছেন নিরঞ্জন। তিনি বলেন, ‘এতটা বছর দায়িত্বের সঙ্গে কাজ করেছি। নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। তাই আরো একটা টার্ম দায়িত্বে থাকতে চাই।’

এদিকে ফের একবার নিরঞ্জন দাস কে কড়া চ্যালেজ্ঞ জানাতে প্রস্তুত প্রাক্তন ক্রিকেটার নিহারেন্দু। ইতিমধ্যেই তিনি জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন। ভালো সাড়াও নাকি পাচ্ছেন। তিনি বলেন, ‘ আমি এবারও আছি লড়াইয়ে। ক্রিকেট সচিবের জন্য দাবি জানাবো। এখন পর্যন্ত বেশ ভালো সমর্থন পাচ্ছি। প্রচারে দারুন সারা মিলছে।’

এখন পর্যন্ত দুই একটি পদের জন্যই নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। এবার সেই তালিকায় যোগ হল ক্রিকেট সচিবের পদ ও। অতীতে নিরঞ্জন ও নীহারেন্দু জেলা দলের জার্সি গায়ে একসঙ্গে লড়াই করেছেন। আবার ক্লাব ক্রিকেটে দীর্ঘ বছর একে অপরের বিরুদ্ধেও খেলেছেন। দুজনেই জেলার প্রাক্তন তারকা ক্রিকেটার। একদিকে যখন বিজিএম নিয়ে শুধু রাজনীতির গন্ধ আসছে সেই সময় দুজন খেলোয়াড়ের ক্রিকেট সচিব পদে দাবি পেশ করা কিন্তু যথেষ্ট ইতিবাচক।

Comments are closed.