Also read in

Sajalendu Das Lashkar takes oath as member of APSC Commission

The English version will be uploaded soon,

কাছাড় কলেজের সজলেন্দু দাস লস্কর সহ  আসাম পাবলিক সার্ভিস কমিশনের চার নতুন সদস্যের শপথ।

এ পিএসসির নতুন যে আরো চার সদস্য নিয়োজিত হয়েছিলেন মঙ্গলবার রাজভবনে এক অনাড়ম্বর, গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে তাদের শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী।

এই সদস্যদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন কাছাড় কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক সজলেন্দু দাস লস্কর। অন্যান্য নতুন সদস্যরা হলেন মুক্তি গগৈ, প্রফুল্ল কুমার হাজোয়ারি এবং ডঃ অজন্তা নাথ । অনুষ্ঠানের আগে রাজ্যপালের সচিব সঞ্জীব কুমার গোহাই বড়ুয়া রাজ্যপালের অনুমতি নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সূচনা করেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়।  এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম পাবলিক সার্ভিস কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধ্রুবজ্যোতি হাজারিকা সহ বহু সরকারি আধিকারিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন সদস্যেদের আত্মীয়স্বজনরাও।

শপথগ্রহণ অনুষ্ঠানের পর এপিএসসিতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে চেয়ারম্যান, সদস্যবর্গ এবং অন্যান্য  আধিকারিকরা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন বলে মন্তব্য করেন রাজ্যপাল অধ্যাপক মুখী। এখানে উল্লেখ করা যেতে পারে যে অসম পাবলিক সার্ভিস কমিশনের এক বিশাল কেলেঙ্কারির দায়ে প্রাক্তন চেয়ারম্যান রাকেশ পাল সহ সদস্য ড: সামেদুর রহমান, তার সহকারি দেহরক্ষী মাবুদ আলী চৌধুরী, আরেক সদস্য বসন্তকুমার দোলে, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক পবিত্র কৈবর্ত, শহরের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের সহকারি অভিযন্তা নবকান্ত পাটিরকে গ্রেফতার করা হয়েছিল। তাদের কয়েকজন জামিন পেয়ে মুক্ত হলেও মূল অভিযুক্ত রাকেশ পাল এখনো জেলের ভিতরেই আছেন এবং তদন্ত চলছে।

এই পরিস্থিতিতে কমিশনের সুনাম ফিরিয়ে আনার প্রচেষ্টা করবেন এই নতুন সদস্যরা, সবাই এমন আশা করছেন।

এ সম্পর্কে আরও খবর জানতে হলে: শিলচরের কাছাড় কলেজের সজলেন্দু দাস লস্কর এপিএসসি’র নতুন সদস‍্য

Comments are closed.