Also read in

Terrorist attack in Hailakandi; one shot dead in Baruncherra

হাইলাকান্দিতে সন্দেহভাজন উগ্রপন্থীর গুলিতে নিহত যুবক : এলাকায় আতঙ্ক

হাইলাকান্দির কাটলিছড়া থানাধীন প্রত্যন্ত বরুনছড়ার  খাজুরা বস্তিতে  সন্দেহভাজন উগ্রপন্থীর গুলিতে এক  যুবকের  মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় তীব্র আতংকের সৃষ্টি হয়েছে।  নিহত যুবকের নাম রাংগুনা রিয়াং, বয়স ৩২ বছর।  কাটলিছড়া পুলিশ সোমবার বিকেলে মৃতদেহ উদ্ধার করে নিয়ে এলেও এই প্রতিবেদন লিখা পর্যন্ত মৃতদেহের ময়নাতদন্ত হয় নি। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালের মর্গে  প্রেরন করেছে।

জানাগেছে,  রবিবার মধ্য রাতে খাজুরার  উপজাতি অধ্যুষিত পাহাড়ি গ্রামের বাসিন্দা  রাংগুনা রিয়াং (৩২) কে ঘুমন্ত অবস্থায়  খুন করে সন্দেহভাজন জঙ্গিরা।   যদিও এই গুলিকান্ডে ভাগ্যের জোরে  বাঁচল  তার নাবালক  কন্যা লক্ষীরুন রিয়াং (৬)। অত্যন্ত কাছ থেকে  রাংগুনা কে গুলি করে  দুষ্কৃতিরা।   পিতা কে প্রায় সামনে থেকে দুস্কৃতিরা বুকে গুলি মারলে কার্তুজের গুড়ো ছিটকে পড়ে লক্ষীরুনের বুকে।  সোমবার দুপুরে ঘটনার খবর পৌঁছায় কাটলিছড়া থানায়।  হাইলাকান্দি পুলিশের এডিশ্যনাল এস পি  জগদীশ দাসের নেতৃত্বে পুলিশ,সি আর পি এফ বাহিনী দীর্ঘ পথ  পায়ে হেটে  খাজুরার জঙ্গলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে সন্ধ্যায় কাটলিছড়া থানায় নিয়ে আসে।  ।এরপর ম্যাজিস্ট্রেট জেমস আইন্ড মরদেহের প্রাথমিক তদন্ত থানা চত্বরে করেন।তারপর হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।  ম্যাজিস্ট্রেটের প্রাথমিক অনুসন্ধান পর্বে দেখা গেছে, দুস্কৃতিরা রাংগুনার  বুকের ডান দিক কার্তুজ দিয়ে ঝাঝরা করে দিয়েছে এবং বুকের ভিতর থেকে মাংস বের হয়ে বাইরে এলোমেলো হয়ে আছে। অতিরিক্ত পুলিশ সুপার জগদিশ দাস জানান, রবিবার রাতে কে বা কারা গুলি করেছে, তার সন্ধান  এখন ও পাওয়া যায়নি। তদন্ত চলছে,তবে রাগুনাং রিয়াংআত্মসমর্পন কারী জংগি দলের সদস্য। এমুহুর্তে কোন দলের তা স্পস্ট নয়।জানা গেছে স্ত্রী বৃস্টিরুন রিয়াং স্বামীর হত্যা কান্ডের জন্য কাটলিছড়া থানায় মামলা দায়ের করেছেন; তবে কারোর নাম উল্লেখ করেন নি।কেননা ঘটনার সময় ঘর  অন্ধকার ছিল, ফলে কাউকে চেনা যায়নি।তাছাড়া ঘটনার সময় বৃস্টিরুন  দুই সন্তান কে নিয়ে পাশের ঘরে ঘুমোচ্ছিলেন ।দুস্কৃতিরা খোলা থাকা ঘরের পিছনের দরজা দিয়ে প্রবেশ করেছিল।তবে ভাগ্যের জোরে ছয় বছরের লক্ষীরুন বেচে গেছে, তার শরীরের কার্তুজের ছ‍্যাঁকা লাগে।পুলিশের অনুমান,  রাংগুনা রিয়াং কে প্রতিপক্ষ জঙ্গি দলের সদস্যরা  হত্যা করেছে, রাংগুনা কর আদায় করত বলে পুলিশের কাছে খবর রয়েছে । বরুনছড়া জিপির প্রাক্তন সভাপতি রোহিত রিয়াং  রাংগুনা হত্যাকান্ডের নিরপেক্ষ তদন্ত সহ দুস্কৃতিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।  তিনি বলেন, এ  ঘটনায় বরুনছড়ায় আতংক দেখা দিয়েছে।মৃত রাংগুনা জুম ক্ষেত করে জীবিকা নির্বাহ করত।

Comments are closed.