Sleepless night for the administration in Hailakandi for a missing file
আনটাইট ফান্ডের কাজের একটি গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলা প্রশাসনের বহু আধিকারিক থেকে শুরু করে পুলিশের রাতের ঘুম উড়ে গেছে। বহু কোটি টাকার কাজের এই গুরুত্বপূর্ন ফাইল হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে সাধারন জনমনে যেমন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঠিক তেমনি সেই ফাইল খুঁজতে গিয়ে পুলিশের নাভিশ্বাস ছুটছে ।
ফাইলের সন্ধানে রাত দুপুরে যত্র তত্র অভিযান চালাচ্ছে পুলিশ। যদিও এ প্রতিবেদন লেখা পর্যন্ত হারিয়ে যাওয়া ফাইলের কোনও হদিস বের করতে পারেনি পুলিশ প্রশাসন। জানা গেছে, হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের অধীনে আনটাইড ফাণ্ডের বেশ ক’টি প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম ঘিরেই সন্দেহের আবর্তে আসে ফাইলটি । প্রকল্প বাস্তবায়নের নামে মোটা অংকের অর্থ নয়ছয় করা হয়েছে বলে খবর পৌঁছায় ডিসি আদিল খানের কানে । ডিসি খান এ সংক্রান্ত ফাইল তলব করেন। কিন্তু ফাইলের দায়িত্বে থাকা হাইলাকান্দি ব্লক তথা জেলাপরিষদের হিসাবরক্ষক বিশ্বরঞ্জন ভৌমিক সেই ফাইলের কোনো সন্ধান দিতে পারেননি । আর এতেই ক্ষুব্ধ ডিসি খান ফাইলের সন্ধানে পুলিশে মামলা করতে বিডিওকে নির্দেশ দেন। হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের বিডিও সুস্মিতা দাম যথারীতি মামলা দায়ের করেন। হাইলাকান্দি সদর পুলিশ ৭৮১/২০১৮ নম্বরে মামলাটি নথিভূক্ত করে তদন্ত শুরু করে।
এদিকে থানায় মামলার খবর পেয়ে হিসাবরক্ষক ভৌমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ভর্তি হন হাইলাকান্দির এস কে রায় হাসপাতালে। পুলিশের পাশাপাশি ডিডিসি এফ আর লস্কর হাসপাতালে ছুটে গিয়ে ভৌমিকের সাথে মিলিত হয়ে ফাইলের সন্ধান করতে চান। কিন্ত কোন ক্ল্যু দেন নি ভৌমিক । ডিডিসি এফ আর লস্কর ফিরে আসার পর হাসপাতালে ছুটে যান জেলাপরিষদের সি ই ও শান্তি কুমার সিংহ, ডি এস পি নয়নমণি বর্মন,ওসি সুরজিত চৌধুরী এবং ম্যজিস্ট্রেট ত্রিদীপ রায়। কিন্তু কোন অবস্থায় সেই হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ন ফাইলের খবর দিতে পারেননি হিসাবরক্ষক ভৌমিক। এরপর পুলিশ এবং সি আর পি এফ নিয়ে বিশ্বরঞ্জন ভৌমিকের তোপখানার বাড়িতে পৌঁছান ম্যজেস্ট্রেট ত্রিদীপ রায়, হাইলাকান্দি ব্লকের বিডিও সুস্মিতা দাম এবং জেলাপুলিশের ডিএস পি নয়নমণি বর্মন । বুধবার মধ্যরাত পর্যন্ত তার বাড়িতে তন্নতন্ন করে সেই ফাইল খোঁজা হলেও তা পাওয়া যায়নি। অন্যান্য আরও ফাইল তার বাড়িতে দেখা গেলেও গ্রামোন্নয়ন বিভাগের সেই হারিয়ে যাওয়া ফাইলের হদিশ মিলেনি। তারপর বৃহস্পতিবার সকালে বিশ্বরঞ্জন ভৌমিক উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে যান।
এদিকে ডিসির নির্দেশে বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট ত্রিদীপ রায় প্রকল্পগুলি পরিদর্শন অভিযানে নামেন। যে প্রকল্পগুলির বাস্তবায়নের নামে প্রায় অর্ধকোটি টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে সেই প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করেন।হাইলাকান্দি পুলিশের ডি এস পি নয়নমণি বর্মন জানান, হিসাবরক্ষক ভৌমিককে এখন ও গ্রেফতার করা হয়নি। তিনি চিকিৎসাধীন রয়েছেন। ম্যাজিস্ট্রেট ত্রিদীপ রায় জানান, এখন অবধি সেই ফাইল পাওয়া যায়নি। তবে তিনি এই অভিযোগ সংক্রান্ত প্রকল্পগুলির সরেজমিনে পরিদর্শন করে এসেছেন।
Comments are closed.