সুপ্রভাত আজ সোমবার ১৪ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ ।। ১লা অক্টোবর, ২০১৮ খ্রিস্টাব্দ ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম ।
এনআরসির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ থেকে অসমের উদ্দেশ্যে রোববার এক লংমার্চ অনুষ্ঠিত হয়, এই খবরকে লিড করে যুগশঙ্খ লিখেছে,
লক্ষ্য অসম! এনআরসির বিরুদ্ধে লংমার্চ নমঃশূদ্রদের- সমর্থন জানিয়ে মোবাইলে বার্তা মমতার
এনআরসি সংক্রান্ত খবরে যুগশঙ্খ লিখেছে,
এনআরসিতে বাঙালি রাষ্ট্রহীন! রাষ্ট্রসঙ্ঘে মায়াকান্না পাকিস্তানের
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে খবর,
‘মোদি বলেছেন, অসাম থেকে কাউকে ফেরত পাঠানো হবে না’ । ভারতে অবৈধ বাংলাদেশি থাকার তথ্য ভিত্তিহীন,এটা পলিটিক্স: শেখ হাসিনা
দৈনিক প্রান্তজ্যোতি জম্মু-কাশ্মীরে আকাশসীমা লংঘন করে ভারতীয় সীমায় পাকিস্তানি হেলিকপ্টার প্রবেশের খবরকে লিড করে লিখেছে,
সীমা লংঘন করে জম্মুর আকাশে পাক কপ্টার- গুলি করে নামানোর চেষ্টা সেনার
সাথে আছে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্য উদ্ধৃত করে শিরোনাম,
কেউ আঘাত করলে যোগ্য জবাব দেবে সেনা,পাকিস্তান কে কটাক্ষ মোদীর
আগরতলায় সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা সুব্রক্ষ্মনিয়াম স্বামীর বক্তব্য,
শান্তি চাইলে পাকিস্তানকে চার টুকরো করতে হবে: সুব্রাক্ষ্মনিয়ম
বানিজ্য-বিনিয়োগ তথা অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করতে একটি চুক্তি করতে সম্মত হলো দুই দেশ, এই খবরকে লিড করে সাময়িক প্রসঙ্গ লিখেছে :
ঢাকায় দ্বিপাক্ষিক বৈঠক শেষ, জারি যৌথ ঘোষণাপত্র ।। বাণিজ্য বাঁধা দূরীকরণে চুক্তি করছে ভারত-বাংলা
কাজিরাঙ্গা নর্দান রেঞ্জকে রবিবার থেকে বিশ্বনাথ বন্যপ্রাণী সংমন্ডল হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হলো, এই খবরে সাময়িক ছবি সহ লিখেছে
কাজিরাঙ্গা সংমন্ডলের কার্যালয় উদ্বোধনে পরিমল
প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,
- ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃত্যু বেড়ে ৮ শতাধিক
- দিল্লিতে উদ্ধার ভয়ানক রাসায়নিক, মৃত্যু হতে পারতো ৫০ লক্ষ মানুষের
- গুয়াহাটিতে ঋণখেলাপির ঘরে অস্ত্রভান্ডার, আটক গৃহস্বামী
- ফের বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম
- সড়ক দুর্ঘটনায় মৃত বিএসএফ জওয়ান হাইলাকান্দিতে
দ্বিতীয় শিরোনামে যুগশঙ্খ জানাচ্ছে,
অসম থেকে কেরল অভিমুখে রোহিঙ্গারা- রেল সুরক্ষার নির্দেশনায় শিলচর তিরুবনন্তপুরম এক্সপ্রেস
যুগশঙ্খের অ্যাঙ্কর প্রতিবেদন,
রাহুল গান্ধীর প্রেমে হাবুডুবু খেতেন করিনা!
অ্যাঙ্কর নিউজে প্রান্তজ্যোতি লিখেছে,
তিন তালাক শাস্তিযোগ্য অপরাধ আর পরকীয়ায় বৈধতা নিয়ে প্রশ্ন- পুনর্গঠিত উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটি
গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে ভ্রান্ত নীতির খবর,
দেবা’র দৌরাত্ম্যে মার খাচ্ছে শিলচর ব্লকের উন্নয়ন- দুর্নীতি রোধে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি
প্রথম পাতায় প্রান্তজ্যোতি আরো কয়েকটি খবর:
- যোরহাটে উড়ালপুল ও বাণিজ্য কেন্দ্রের উদ্বোধন সর্বার , হারানো বাজার ফিরে পাবে অসম চা :মুখ্যমন্ত্রী
- পরকীয়া রায় লাভ জিহাদ বাড়বে: শিলাদিত্য
- অনুপ্রবেশকারীদের’ বায়োমেট্রিক ডাটা সংগ্রহে রাজ্যগুলিকে নির্দেশ
দুই এর পাতায় সময়িকের দুটি খবর,
- ফকির টিলায় শিশু অপহরণ কাণ্ডে ধৃত বিষ্ণু সহ আরও দুই প্রতিবেশী- দুর্গাপূজো ভাল ভাবে কাটাতে অপহরণের ছক কষেছিল টুটন- অজয়রা
- ব্যতিক্রম! অম্বিকাপুর জিপির হাতির পথে বাঁশের চালায় রাত কাটালেন দিলীপ ।স্থানীয় সমস্যা নিরসনে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিধায়কের
খেলার পাতায় স্থানীয় সুপার ডিভিশন ফুটবল লীগের খবরে যুগশঙ্খ লিখেছে,
রামানুজ গুপ্ত ট্রফি জয়ের হ্যাটট্রিক অরুণাচলের
রঙিন বক্সে অন্য একটি খবর,
ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে নামছে ভারতীয় অনূর্ধ্ব ১৬ দল -আজ জিতলেই বিশ্বকাপের ছাড়পত্র
সময়িক জানাচ্ছে,
জোর চমক শিলচরের মনোজ দাসের – শিলচর ইন্টারন্যাশনাল দাবায় দিব্যেন্দুকে হারিয়ে দিল অর্পণ
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.