Mass movement in Sonbil; demanding a medical college as promised
শনবিলের পূর্বাঞ্চলে মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে একাধিক দল, সংগঠনের আন্দোলনের হুংকার
হাইলাকান্দি এবং করিমগঞ্জ দুই জেলার মধ্যবর্তী শনবিলের পূর্বাঞ্চলে মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে আন্দোলনের হুংকার দিল অগপ, কংগ্রেস সহ বিভিন্ন অরাজনৈতিক সংগঠন । রবিবার শনবিল পূর্বাঞ্চল মেডিক্যাল কলেজ ডিমান্ড কমিটির ডাকে হাইলাকান্দি জেলার সরসপুরে এস,কে,দেব,হাইস্কুলে এক জনসভা অনুষ্ঠিত হয়। এই সভায় শনবিলের পূর্বাঞ্চলে মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে করিমগঞ্জ -হাইলাকান্দি দুই জেলার মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ্য আন্দোলনের ডাক দেওয়া হয়।
এদিনের সভায় আগামী ১ নভেম্বর শনবিল এলাকায় মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে করিমগঞ্জ জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থান ধর্মঘট পালনের কথা ঘোষণা করা হয়। সভায় শনবিলের পূর্বাঞ্চলে মেডিক্যাল কলেজ স্থাপনের দাবির সমর্থনে বিভিন্ন যুক্তি তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অগপ হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরুল ইসলাম বড়ভূইয়া(মানিক),কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তথা প্রাক্তন জেলাপরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর, শনবিল পূর্বাঞ্চল মেডিক্যাল কলেজ ডিমাণ্ড কমিটির কেন্দ্রীয় সভাপতি অনিল চন্দ্র দাস,উপসভাপতি তথা সরসপুর জিপির প্রাক্তন সভাপতি হরিমোহন রাজভর,সাধারণ সম্পাদক শশাঙ্ক শেখর দাস,বিএসওয়াইএফর কেন্দ্রীয় সভাপতি আলি হুসেন মীরা,আসু-র হাইলাকান্দি জেলাসভাপতি আমজাদ হুসেন লস্কর (বিজু),এপিসিসি সদস্য হিলাল উদ্দিন লস্কর প্রমুখ ।
বক্তাগন যুক্তি দেখিয়ে বলেন, করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের জন্য মেডিক্যাল কলেজ অনুমোদিত হয়েছে।তাই করিমগঞ্জ হাইলাকান্দি দুই জেলার মধ্যবর্তী স্থান শনবিল এলাকায় মেডিক্যাল কলেজ স্থাপন যুক্তিসঙ্গত এবং এই দাবি মানতে হবে বলে হুঙ্কার দেন বক্তাগন । অন্যান্য বক্তাদের মধ্যে অসম যুব পরিষদের জুহেদ আহমেদ চৌধুরী, কমরুল আলম লস্কর,হাইলাকান্দি জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সুদীপ পাল,কৃষকনেতা শরিফ উদ্দিন মাঝারভূইয়া,সারা আসাম ছাত্র ও যুব সংস্থার জানুন লস্কর, আলতাফ হুসেন লস্কর, আবসুর ফখরুল ইসলাম লস্কর, প্রাক্তন পঞ্চায়েত সভাপতি কাজী এবাদুর রহমান প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন।
Comments are closed.