Also read in

Miscreants trapped a Hailakandi minor and attempted to sell her in Guwahati; Case filed

হাইলাকান্দির  নাবালিকাকে গুয়াহাটিতে বিক্রয়ের চেষ্টা: আদালতে  মামলা

হাইলাকান্দি  জেলার এক  নাবালিকাকে  ফুসলিয়ে গুয়াহাটি নিয়ে গিয়ে বিক্রির চেষ্টার  চাঞ্চল্যকর  অভিযোগ উঠেছে।  এনিয়ে হাইলাকান্দির চিফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেটের আদালতে মামলা করেছে দক্ষিণ হাইলাকান্দির রামনাথপুরের রাজারথল এলাকার প্রতারিত এক নাবালিকা কিশোরী ।

তাকে  কি ভাবে গুয়াহাটিতে নিয়ে গিয়ে বিক্রির চেষ্টা করা হয়েছিল সেই বিবরণ জানিয়ে গত ছাব্বিশ সেপ্টেম্বর হাইলাকান্দির সি জে এম আদালতে  মামলা দায়ের করেছে এই নাবালিকা  । মামলায়   এ ব্যাপারে নাবালিকা কিশোরী রামনাথপুরের নন্দগ্রাম এলাকার আব্দুল মুক্তাদির মজুমদার এবং আব্দুল কালাম  মজুমদারকে অভিযুক্ত করেছে । নাবালিকার অভিযোগ, গত তেইশ আগষ্ট অভিযুক্তরা জোর করে তাকে তাদের হেফাজতে নিয়ে যায়। তারপর জোর করে তাকে নিয়ে তারা গুয়াহাটি পাড়ি দেয়। গুয়াহাটিতে তার সঙ্গে অভিযুক্তরা  অসৎ কার্য করে বলে সেই নাবালিকার অভিযোগ । এভাবে কয়েকদিন কাটানোর পর  অভিযুক্তরা  তাকে এক অচেনা লোকের কাছে বিক্রি করে দেয় বলে নাবালিকা মেয়েটি আদালতকে জানিয়েছেন ।

এদিকে বরাতজোরে সে সেই অচেনা ব্যাক্তির খপ্পর থেকে পালাতে সফল হয়। এরপর সে কোনমতে গুয়াহাটি থেকে হাইলাকান্দি ফিরে আসে । কিন্তু   প্রাণভয়ে সে  স্থানীয় থানায় মামলা দায়ের না করে  হাইলাকান্দির আদালতে মামলা  করেছে।

এদিকে আদালত গত তিন অক্টোবর তদন্তের জন্য সেই মামলা  রামনাথপুর থানায় পাঠিয়েছে । যদিও পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করেনি বলে এই কিশোরীর  অভিযোগ । সোমবার প্রতারিত নাবালিকার  নিকটাত্মীয়রা
সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, পুলিশ গুরুত্বপূর্ণ এই মামলার  তদন্তে গড়িমসি করছে।  যদিও উত্থাপিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন এই   মামলার  অন্যতম  অভিযুক্ত আব্দুল কালাম মজুমদার।
তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা এবং সাজানো অভিযোগ আনা হয়েছে ।

Comments are closed.