Barak Valley's Priyo Singh gets selected as naval officer in Indian Navy
এবার নৌসেবায় সাফল্য: হাইলাকান্দির প্রিয় সিংহ বরাকের মুখ উজ্জ্বল করলেন
এপিএসসিতে মারিয়ার শীর্ষ স্থান দখলের পর এবার ভারতীয় নৌসেবাতেও হাইলাকান্দির সুনাম বৃদ্ধি করলেন এক তরুণ যুবক। ভারতীয় নৌসেবায় এই প্রথম নেভ্যাল অফিসার হিসেবে নিযুক্তি পেলেন হাইলাকান্দির এক যুবক, নাম কে প্রিয় সিংহ। লালার কে হরেন্দ্র সিংহ ও কে প্রভাবতী সিংহের পুত্র হলেন কে প্রিয় সিংহ।
হাইলাকান্দির জওহর নবোদয় বিদ্যালয় থেকে ২০১৪ সালে কৃতিত্বের সাথে দ্বাদশ শ্রেনী উত্তীর্ণ হওয়ার পর ইন্ডিয়ান নেভ্যাল অ্যাকাডেমিতে যোগ দেন। সম্প্রতি বি টেক ডিগ্রি অর্জন করার পর ৯৫ তম আইএনএসি কোর্সে তিনি নেভ্যাল অফিসার হিসেবে নিযুক্তি পান । উনার এই সাফল্যে জেলা জুড়ে খুশির জোয়ার বইছে। হাইলাকান্দি জেলা থেকে প্রিয় সিংহ এই প্রথম একজন নৌসেনায় সাফল্য অর্জন করলেন। জেলার বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
Comments are closed.