Also read in

Advocates day: District Bar felicitates five senior lawyers

অ্যাডভোকেটস্ ডে :পাঁচ বরিষ্ঠ আইনজীবীকে সংবর্ধনা জানাল জেলা বার সংস্থা

দেশের প্রথম রাষ্ট্রপতি ড: রাজেন্দ্র প্রসাদের ১৩৪তম জন্মদিনকে ন্যাশনাল অ্যাডভোকেটস্ ডে হিসেবে পালন করা হয় সারা দেশে। এই উপলক্ষে সোমবার শিলচরের পাঁচজন বরিষ্ঠ আইনজীবীকে সংবর্ধনা জানাল জেলা বার সংস্থা। এদিন জেলা বার সংস্থার কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সংবর্ধনা জানানো সহ দিনটি উদযাপন উপলক্ষে আলোচনাও অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা দায়রা জজ দারেক উল্লাহ এবং বার সংস্থার সম্পাদক নীলাদ্রি রায় ও সভাপতি অনিল চন্দ্র দে সহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন। এদিন বরিষ্ঠ আইনজীবী অমরেন্দ্র শংকর মিত্র, অজয় দেব, সুরজ প্রসাদ কৈরী, মুক্তার উদ্দিন অাহমেদ এবং রূপেন্দ্র মোহন দাসকে সংবর্ধনা জানানো হয়।

 

দারেক উল্লাহ এদিন আইনজীবীদের নিজের পেশার প্রতি সম্মান জানানো সহ রাজেন্দ্র প্রসাদের আদর্শকে মনে রাখার পরামর্শ দেন। নীলাদ্রি রায় রাজেন্দ্র প্রসাদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, “রাজেন্দ্র প্রসাদ বিভিন্ন জায়গায় শিক্ষকতার কাজ করেছেন। বিহারের মুজাফ্‌ফরনগরের লংগত সিং কলেজে ইংরেজির অধ্যাপক হিসেবে প্রথমে নিযুক্ত কয়ে প্রিন্সিপাল হন। আইন পড়ার উদ্দেশ্যে এই চাকরি ছেড়ে তিনি কলকাতা আসেন ও ১৯০৯ সালে রিপন কলেজ (বর্তমানে সুরেন্দ্রনাথ আইন কলেজ) এ ভর্তি হন। তিনি কলকাতার সিটি কলেজে অর্থনীতির অধ্যাপনাও করেন কিছুকাল। রাজেন্দ্র প্রসাদ ১৯১৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইনের স্নাতকোত্তর পরীক্ষায় স্বর্ণপদক সহ পাশ করেছিলেন। ১৯৩৭ সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি ডিগ্রি প্রাপ্ত হন।

১৯১৬ খৃষ্টাব্দে আইনজীবী হিসেবে ওড়িশা ও বিহার হাইকোর্টে কাজ শুরু করেন। তিনি কিছুকাল ভাগলপুর আদালত ও কলকাতা উচ্চতর আদালতেও কাজ করেছেন। দিনটি উদযাপনের মাধ্যমে আমরা তার এবং দেশের অন্যান্য মনীষীদের প্রতি শ্রদ্ধা জানাই”।

Comments are closed.