সুপ্রভাত, আজ বুধবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ ; ৫ই ডিসেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিভিন্ন খবর আজ স্থানীয় পত্রিকা গুলোতে গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে। দৈনিক যুগশঙ্খ আট কলাম জোড়া শিরোনামে লিখেছে,
প্রথম দফায় পঞ্চায়েত ভোট আজ, অগপকে ছাপিয়ে শাসকের লড়াই কংগ্রেসের সঙ্গে -হিন্দুত্বের প্রচারে উজানে অ্যাডভান্টেজ বিজেপি।। আজ ভাগ্য নির্ধারণ ৪৩,৫১৫ প্রার্থীর, কড়া নিরাপত্তা ব্যবস্থা
সাথে আছে,
কাছাড়ের ভোটে নামছে না প্যারা মিলিটারি ফোর্স, জানালেন ডিসি-এসপি।। প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন ১০ লক্ষ ৫৫ হাজার ভোটার
সাংসদ সুস্মিতা দেবকে উদ্বৃতি দিয়ে শিরোনাম,
প্রশাসন দিয়ে রিগিং করাবে বিজেপি- সুস্মিতা
প্রান্তজ্যোতির লিড নিউজ,
আজ প্রথম দফার ভোট, স্পর্শকাতর ১৬০০ কেন্দ্র :: এনআরসি ও নাগরিকত্ব বিল ইস্যু শাসক-বিরোধী উভয়েরই চ্যালেঞ্জ
দ্বিতীয় শিরোনামে তৃণমূল নেতা শান্তনু সেনকে উদ্ধৃত করে লিখেছে,
অসমের অনেক নেতা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখেন, বললেন শান্তনু ।। বরাকে এসে ধর্মের নামেই ভোটের প্রচার ‘ধর্মনিরপেক্ষ’ তৃণমূলের
সাময়িক লিখেছে,
অগপ কর্মী খুন, বিক্ষিপ্ত হিংসার পর আজ ভোট
সংসদ সুস্মিতা দেব কে উদ্ধৃত করে সাময়িকের শিরোনাম,
জেপিসি-র রিপোর্ট এলে মুখ লুকানোর জায়গা পাবে না গেরুয়া দল: সুস্মিতা
সাময়িকের অন্য খবর,
ভোট কর্মীদের সঙ্গে একজন নিরস্ত্র কনস্টেবল, নিরাপত্তার বাড়াবাড়ি চাইছে না কাছাড় প্রশাসন:: লক্ষ্মীপুরে তুলপিতে যেতে হবে ২ ঘন্টা পায়ে হেঁটে:: ১২ টি হলে চলবে গণনা:: প্রথম ফল ১২ই দুপুর ১২ টায়
এনআরসি সংক্রান্ত খবরে সাময়িকের মুখ্য শিরোনাম,
পুনরাবেদনে কোনও নথি অগ্রাহ্য করা যাবেনা, নির্দেশ হাজেলার :: এনএসকে-তে খসড়া ছুটদের হেনস্তার মধ্যে এলো স্বস্তির বার্তা
দ্বিতীয় শিরোনামে যুগশঙ্খ জানাচ্ছে,
আখলাক তদন্তের জেরেই খুন পুলিশ কর্তা, বুলন্দশহর কাণ্ডে নয়া মোড়- অভিযুক্ত বজরং নেতা, অস্বস্তিতে যোগী
প্রথম পাতায় যুগশঙ্খের আরও খবর,
- ভারত মাতা কি জয়ে ‘ফতুয়া’! রাহুলকে প্যাঁচে ফেললেন মোদি
- নির্বাচনে দাঁড়াবেন না উমা ভারতী
- ন্যাশনাল হেরাল্ড: সোনিয়া-রাহুলের বিরুদ্ধে তদন্ত হবে
- ইরানকে বাধা দিলে বন্ধ হবে তেল রপ্তানি, ট্রাম্পকে হুমকি রোহানির
দৈনিক প্রান্তজ্যোতি বক্স করে জানাচ্ছে,
বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে মামলার দ্রুত নিষ্পত্তি চায় শীর্ষ আদালত
৩ এর পাতায় সাময়িকের খবর,
কর্কট রোগে অকালে প্রাণ হারালেন শিক্ষিকা সুতপা রায়
সম্পাদকীয়তে আজ সাময়িক প্রসঙ্গ লিখেছে,
ভাষা শেখাতে ভাতে মারার কুটকৌশল
দৈনিক প্রান্তজ্যোতি সম্পাদকীয়তে লিখেছে,
পঞ্চায়েতে উপযুক্ত ব্যক্তিকেই ক্ষমতায় আনা প্রয়োজন
দৈনিক যুগশঙ্খের দুটি সম্পাদকীয়,
‘ভোটম’- প্যাঁচার নকশা
এবং
কাতারের সিদ্ধান্ত
গৌতম গম্ভীরের প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা আজ সবগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে।
দৈনিক যুগশঙ্খ লিখেছে,
ক্রিকেটকে আলবিদা জানালেন গম্ভীর, রনজিতে দিল্লির হয়ে ৬ ডিসেম্বর থেকে খেলবেন বিদায়ী ম্যাচ
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় কাগজগুলোর শিরোনাম। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.