Also read in

Government is trying very hard with all possible means to open the Paper Mill: Sarbananda

বরাক উপত্যকার একমাত্র শিল্প প্রতিষ্ঠান পাঁচগ্রাম পেপার মিল চালু করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার।  কেন্দ্রের সাথে চলছে আলোচনা ।  বুধবার হাইলাকান্দির কাটলিছড়ায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে বরাকের পাঁচগ্রাম পেপার মিল চালু করার জন্য সরকারের সদিচ্ছার কথা  উদ্দাত্ত কন্ঠে ব্যক্ত করেন। এদিন    বর্তমান বিজেপি সরকার যে  দুর্নীতি ও ধর্মীয় জাতি বৈষম্যের উর্ধে রয়েছে  তার প্রমাণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিগত কংগ্রেস সরকারকে তুলোধুনো করে  স্বচ্ছ, দুর্নীতিমুক্ত সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস, এআই ইউ ডি এফ দলকে  উৎখাত করে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহবান জানান ।

তবে সভায় স্বচ্ছ, উন্নয়নমুখী  সরকারের উদাহরণ বার বার  দিলেও তাৎপর্যপুর্ণভাবে এন আর সি ইস্যু নিয়ে একটি কথাও বলেন নি মুখ্যমন্ত্রী ।। বদরুদ্দিন আজমল ভোটের প্রচারে এসে এন আর সি পুনরাবেদন ইত্যাদি ইস্যু  নিয়ে যে ভাবে আতংকের পরিবেশ সৃষ্টি করেছিলেন সে ক্ষেত্রে কার্যত বিপরীত মেরুতে অবস্থান করেন সর্বানন্দ সোনোয়াল।  মুখ্যমন্ত্রী   এদিন  কাটলিছড়ার মহকুমা শাসকের কার্যালয়কে কার্যকর করার  আশ্বাস দিয়ে বলেন,  এব্যাপারে বিহিত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  তাছাড়া পাঁচগ্রাম পেপার মিল, ও জাগিরোড কাগজ কল পুনরায় খোলার জন্য রাজ্য সরকারের সদিচ্ছার কথাও ব্যক্ত করেন।  তিনি বলেন,  কাগজ কল খোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার।  কেন্দ্রের সাথে যোগাযোগ চলছে।

কাটলিছড়া চালমার্স উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জেলা বিজেপি সভাপতি সুব্রত নাথের পৌরোহিত্যে  সহস্রাধিক জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, এবারের জন্য বিজেপির হাতে পঞ্চায়েত রাজ তুলে দেওয়ার আহবান জানান ।  বলেন,  বিগত দিনে কংগ্রেস দল বারবার সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে। দরিদ্র জনতার জন্য  ইন্দিরা আবাস বরাদ্দ করে  টাকা লুটেপুটে খেয়েছে। কংগ্রেস আমলের অধিকাংশ ইন্দিরা আবাসের ঘরের কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। রাজ্যের তিন লক্ষ বাইশ হাজার ইন্দিরা  আবাস  অসম্পূর্ণ রেখে বিদায় নিয়েছে  কংগ্রেস  দল।

এদিন মুখ্যমন্ত্রী সোনোয়াল তাঁর দীর্ঘ ভাষণে বারবার বলেন,  এ সরকার বরাক উপত্যকার তিন জেলা সহ বহ্মপুত্র উপত্যকার সম উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করছে।। কোনও ধরনের বৈষম্য করছে না।  আর তার জলন্ত উদাহরণ হিসেবে তিনি  প্রতিটি দরিদ্র পরিবারে উজ্জ্বলা যোজনার অধীনে গ্যাস সিলিণ্ডার, বৃদ্ধ ভাতার প্রসঙ্গ তুলে ধরেন।  মুখ্যমন্ত্রী সোনোয়াল এদিন রাজ্যের  আটষট্টি লক্ষ পরিবারের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক নিরাপত্তা সহ  উন্নয়নের দায়িত্ব নিয়ে বলেন,  কংগ্রেস দল বিজেপি সম্পর্কে এক আতংকের পরিবেশ সৃষ্টি করেছিল।  কিন্ত বাস্তবে তার কিছুই  না হওয়ায়  কংগ্রেসের  নেতা কর্মীরা দিশেহারা হয়ে পড়েছেন।।  চা শ্রমিকদের ব্যাঙ্ক একাউন্টে  খুব শীঘ্রই পঁচিশ শত টাকা করে প্রদান করা হবে।। ষাট বছরের বেশি বয়সের সবাইকে বৃদ্ধ ভাতা দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি।

Comments are closed.