Also read in

Today’s Headlines: The fate of 35000 candidates is to be decided today. Fight BJP vs the rest.

সুপ্রভাত, আজ রবিবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ ; ৯ই ডিসেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আজ বরাক উপত্যকার তিন জেলা সহ রাজ্যের ১০ জেলায় দ্বিতীয় দফার পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হওয়ার খবর সবগুলো পত্রিকা গুরুত্বসহকারে প্রকাশ করেছে।

সাময়িক প্রসঙ্গ মুখ্য শিরোনামে লিখেছে

আজ ৩৫০০০ প্রার্থীর ভাগ্য নির্ধারণ।। লড়াই বিজেপি বনাম বাকিদের,পঞ্চায়েত দখলে আনতে মরিয়া গেরুয়া শিবির।।

যুগশঙ্খের শিরোনাম

সংখ্যালঘু এলাকায় ভোট আজ, বিজেপির কাঁটা অপপ, কংগ্রেসের বদরুদ্দিন আজমল।।

পঞ্চায়েত ভোট নিয়ে যুগশঙ্খের আরও খবর

  • ১০ জেলার ১০,৯০৯কেন্দ্রে ভাগ্য নির্ধারণ ৩৫,০৫৬ জন প্রার্থীর।
  • সাড়ে দশ লক্ষ ভোটার, ৫৯১৯ প্রার্থী, পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুত কাছাড়

যুগশঙ্খ আজ এনআরসির খবরকে মুখ্য শিরোনাম করে জানাচ্ছে,

দাবি- আপত্তির সময় একমাস বৃদ্ধির আর্জি নিয়ে আদালতে রাজ্য।।

এনআরসি সংক্রান্ত যুগশঙ্খের অন্য খবর

দাবি দাখিলে সচেতন করা হয়নি খসড়া-ছুটদের, সহায়তা নেই সরকারেরও।। নির্দেশের জটে বিপাকে মানুষ, বেশি লোকের পুনরাবেদন চান না কর্তৃপক্ষ: আমসু

পঞ্চায়েত ভোটের অন্য খবরে প্রান্তজ্যোতি জানাচ্ছে,

পঞ্চায়েত ভোট: পাথারকান্দি ভাসছে মাংস মদে, উড়ছে টাকা।।

প্রান্তজ্যোতি আজ মুখ্য শিরোনামে লিখেছে,

ভোট সমীক্ষা মতে কেন্দ্রে বহাল থাকছেন মোদিই।।

অন্য একটি খবরে রাহুলকে উদ্ধৃত করে প্রান্তজ্যোতির শিরোনাম

ভারতীয় সেনাকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করছেন ‘মিস্টার ৫৬’ : রাহুল

সাময়িক প্রসঙ্গের খবর

  • কেন্দ্রের উল্টো মেরুতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে সময় বাড়ানোর আর্জি রাজ্যের।। দাবি আপত্তির কাজে গতি মন্থর, অস্বস্তিতে দিসপুর।।
  • পুনরাবেদনের সংখ্যা কম রাখতে ভয়ংকর ষড়যন্ত্র চলছে: আমসু ।।

পঞ্চায়েত নির্বাচনের অন্য খবরে সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে,

হাইলাকান্দিতে ২৬৭টি অতি স্পর্শকাতর, ২৯১ স্পর্শকাতর ভোট কেন্দ্র, থাকছে কড়া নিরাপত্তা।।

অন্য একটি খবর,

ভোটের আগের রাতে অর্থ বিলি, জনতার রোষে পালালেন বিধায়ক নিজাম।।

সাময়িক প্রসঙ্গ অমিত শাহকে উদ্ধৃত করে লিখেছে,

ভারত অনুপ্রবেশকারীদের ধর্মশালা নয়: অমিত শাহ

প্রথম পাতায় প্রান্তজ্যোতি আরো কয়েকটি খবর,

  • শিলচরে শনিবারও বুথমুখী ভোট কর্মীদের ভিড় রামনগরে।।
  • কাছাড় জেলা পরিষদ ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা।।
  • বীরেন্দ্র, দীপেন্দ্র, প্রসাদ সহ ২৫ জনকে সাসপেন্ড করল প্রদেশ বিজেপি।।
  • বিজেপি নেতারা মুসলিম বিরোধী: ইমরান
  • চন্দ্রমোহনের বিরুদ্ধে নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ

সাময়িক প্রসঙ্গের প্রথম পাতায় আরও কয়েকটি খবর

  • রাহানা সহ তিন ঘোষিত বিদেশির আর্জিতে কেন্দ্র রাজ্যকে তলব কোর্টের
  • কার্বি আংলং ডিমা হাসাও সীমান্তে জঙ্গি আতঙ্ক, ৪ লরিতে অগ্নিসংযোগ
  • আম্বানি কন্যার বিয়েতে চাঁদের হাট, উড়ে এলেন হিলারি ক্লিনটনও
  • সেনায় যোগ দিল কাশ্মীরের শতাধিক তরুণ

দৈনিক যুগশঙ্খ প্রথম পাতায় অন্য দুটি খবরে জানাচ্ছে

  • খালেদা-পুত্র তারেক জিয়াকে ক্লিনচিট পরেশ – অনুপের
  • এবার লক্ষ্য লোকসভা, ইঙ্গিত হিমন্তবিশ্বের

ভেতরের পাতায় যুগশঙ্খ লিখেছে

  • মদ মাংস ও টাকায় ভাসছে পাথারকান্দি, দুর্ঘটনা ও বিক্ষিপ্ত ঘটনায় উত্তপ্ত এলাকা।।
  • ছাত্রকে দিয়ে গাড়ি ধুইয়ে বরখাস্ত শিক্ষিকা

আজ প্রান্তজ্যোতি সম্পাদকীয়

অগ্নিপরীক্ষার মুখে মোদি সরকার

সম্পাদকীয়তে আজ সাময়িক প্রসঙ্গ লিখেছে

কাজ না করে শুধু প্রচারে বদহজম হয় ভোটারদের

যুগশঙ্খ এর সম্পাদকীয়

রাজ ধর্ম ও যোগী আর ভোগী কিংবা বদর বদর

খেলার পাতায় এডিলেডে অনুষ্ঠিত ভারত অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের খবরে যুগশঙ্খ জানাচ্ছে,

জয়ের মঞ্চ তৈরি করতে পিচ কামড়ে খেলছে ভারত।।

হকি বিশ্বকাপ নিয়ে প্রান্তজ্যোতির খবর

কানাডাকে উড়িয়ে দিয়ে হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত

শিলচরে অনুষ্ঠিত পিকলু সরকার স্মৃতি ট্রফির সেমিফাইনালে ইন্ডিয়া ক্লাব বনাম স্পিরিট ইউনিয়নের খেলার খবরে যুগশঙ্খ জানাচ্ছে,

৫৮- তেই প্যাকিং স্পিরিট, ঝড়ের গতিতে এগোচ্ছে ইন্ডিয়া ক্লাব।। সেঞ্চুরিতে বিশাল লিড।

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় কাগজগুলোর শিরোনাম। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.