AASU demands scraping of Citizenship Amendment Bill, stages mass protest in Hailakandi
নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) বাতিলের দাবিতে বুধবার হাইলাকান্দি কাঁপাল ছাত্র সংস্থা আসু।
এদিন অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন (আসু)র হাইলাকান্দি জেলা শাখার উদ্যোগে নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে এক গণ সত্যাগ্রহ আন্দোলনকে কেন্দ্র করে জেলা সদর রীতিমতো সরগরম হয়ে ওঠে । নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে আসু সদস্যদের মুহুর্মুহু স্লোগান, প্রতিবাদী মিছিল, আর জেলা উপায়ুক্তের কার্যালয় প্রাঙ্গণে সমবেত হয়ে গন সত্যাগ্রহ আন্দোলন করেন ছাত্র নেতারা।
আসুর হাইলাকান্দি জেলা সভাপতি আমজাদ হোসেন লস্কর, উপসভাপতি
আমির হোসেন বড়ভুইয়া, উপদেষ্টা নাহারুজ্জামান চৌধুরী, রাজ্যেশ্বরপুর আঞ্চলিক কমিটির সভাপতি ওয়াহিদুল্লা বড়ভুইয়া প্রমুখের নেতৃত্বে এদিন ক্যাব বাতিলের দাবিতে সকালে হাইলাকান্দি গাছতলার রাজ্যিক পরিবহন নিগমের কার্যালয় প্রাঙ্গণে জমায়েত হন জেলার বিভিন্ন প্রান্তের আসু সদস্যরা। এরপর সেখান থেকে এক প্রতিবাদী মিছিলে শামিল হয় সদস্যরা শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে জেলা শাসকের কার্যালয়ে জড়ো হন। জেলা উপায়ুক্তের কার্যালয় প্রাঙ্গণে নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে বেলা একটা পর্যন্ত চলে গণ সত্যাগ্রহ আন্দোলন।।
Comments are closed.