Also read in

Abusing Government Official: Hailakandi MLA framed in the case.

 

 

 

লালা রাজস্ব চক্রের এক পাটোয়ারিকে গালিগালাজ করে মামলার মুখে পড়লেন হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর।হাইলাকান্দির সদর থানায়  বিধায়ক লস্করের বিরুদ্ধে   মামলা করেছেন  লালা রাজস্ব চক্রের  এএসও অফিসের পাটোয়ারি ফয়েজ উদ্দিন লস্কর।

তার অভিযোগ, বিধায়ক লস্কর তাকে ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। তাই বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশের কাছে নালিশ  জানিয়েছেন।যদিও বিধায়ক লস্কর  ফয়েজের উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন বলে  দাবি করেছেন। অন্যদিকে পাটোয়ারি ফয়েজ   তার অভিযোগের প্রমাণ হিসেবে ফোন কলের ভয়েস রেকর্ডিঙের একটি সিডিও পুলিশের কাছে জমা  দিয়েছেন।

এদিকে তার  বিরুদ্ধে সরকারি কর্মীর  দায়ের করা মামলার ব্যাপারে বিধায়ক তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, বাউরঘাট জিপিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার নাম করে  বেলাগাম দুর্নীতিতে মেতে উঠার অভিযোগ রয়েছে বন্যায় ক্ষয়ক্ষতির জরিপের দায়িত্বে থাকা পাটোয়ারি ফয়েজ উদ্দিন লস্করের বিরুদ্ধে।  বিধায়কের অভিযোগ ,বন্যায় যাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে  তাদের নাম নেই ক্ষতিগ্রস্তদের তালিকায় ।  অথচ যারা উৎকোচ দিচ্ছেন  তাদের নাম বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকায় অন্তর্ভূক্ত করা হচ্ছে । তিনি জনগণের কাছ থেকে এই অভিযোগ পেয়ে পাটোয়ারির কাছে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা  দেখতে চেয়েছিলেন বলে জানান । কিন্তু পাটোয়ারি জনগণের অভিযোগের কোনও গুরুত্ব দিতে রাজি হননি । এনিয়ে  পাটোয়ারির সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে বিধায়ক আনোয়ার হুসেন লস্কর স্বীকার করেন।   দুর্নীতি ধামাচাপা দিতে পাটোয়ারি তাঁর বিরুদ্ধে মিথ্যা এবং ভিত্তিহীন মামলা দায়ের করেছেন বলে  বিধায়ক পাল্টা  অভিযোগ করেন  ।

এদিকে বিধায়কের বিরুদ্ধে মামলা  দায়েরকারী পাটোয়ারি ফয়েজ উদ্দিন লস্করের বিরুদ্ধে উৎকোচ গ্রহনের অভিযোগ এনে   হাইলাকান্দি সদর  থানায় আরেকটি মামলা দায়ের করেছেন বড়বন্দ গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন লস্কর এবং মানিক উদ্দিন বড়ভূইয়া । হাইলাকান্দি পুলিশ দুটি মামলার  তদন্ত আরম্ভ করেছে  বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Comments are closed.