Also read in

Accident at Sonabarighat and Maluya, teacher dies on the spot, 8 injured

আজ বরাক উপত্যকায় দুটো বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়েছে। সোনাইর ধনেহরিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক শিক্ষক, ঘটনাটি বিকেলের দিকে। সোনাবাড়িঘাট এম ভি স্কুলের শিক্ষক মানিক উদ্দিন মজুমদার নিজের স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন, সেই সময় একটি অয়েল ট্যাংকার তাকে ধাক্কা মারে, তিনি রাস্তায় ছিটকে পড়েন, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ট্যাংকার চালক গাড়ি নিয়ে পালিয়ে যেতে চাইলে পুলিশ আটকাতে সক্ষম হয়, গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে। নিহত মানিক উদ্দিনের বাড়ি সোনাই পুর এলাকার ৭ নং ওয়ার্ডের রাঙ্গিরঘাট দ্বিতীয় খন্ডে। তবে কর্মসূত্রে সোনাবাড়িঘাটে একটি ভাড়া করে বসবাস করতেন। শিক্ষকতার পাশাপাশি স্কুলকে স্বচ্ছ ও সুন্দর রাখতে সর্বক্ষণ সচেষ্ট ছিলেন তিনি। এই প্রিয় শিক্ষকের মর্মান্তিক প্রয়াণে সোনাই ও সোনা বাড়ি ঘাট এলাকা শহর পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। হত শিক্ষক রেখে গেছেন স্ত্রী, এক কন্যা, এক পুত্র সহ অসংখ্য গুণমুগ্ধ। স্ত্রী নাজিরা বেগম মজুমদার দক্ষিণ কৃষ্ণপুর এলপি স্কুলের শিক্ষিকা। শনিবার বেলা আড়াইটায় প্রয়াতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে , শিলচর-করিমগঞ্জ জাতীয় সড়কে আজ আবার এক দুর্ঘটনা সংঘটিত হয়। শুক্রবার বিকেল সাড়ে চারটা নাগাদ একটি পাথরবোঝাই ট্রাক এবং অলটো গাড়ির সংঘর্ষ ঘটে বদরপুর এলাকার মালুয়ায়। বদরপুর থেকে করিমগঞ্জ অভিমুখী পাথর বোঝাই একটি লরি ও বাংলা থেকে বদরপুর অভিমুখে আসা অলটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে অলটো গাড়ির সামনের দিক দুমড়ে-মুচড়ে যায়। এই ঘটনায় সর্বমোট ৮ জন আহত হয়, এর মধ্যে তিনটি শিশুও রয়েছে। প্রাথমিক ভাবে আহত সকলকে শ্রী গৌরী হাসপাতালে ভর্তি করা হলেও সুদীপ কুমার নাথ এবং নজরুল ইসলামের অবস্থা সংকটজনক থাকায় তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মো মহিউজ্জামান, কাজী শফিকুল হক, বিশ্ব মালাকার, আরমান আলম(১২), ইমরান আলম(১০), শামীমা বেগম(৯) শ্রীগৌরী হাসপাতলে চিকিৎসাধীন।

Comments are closed.