After Jookto, now Prasar Bharati invites Ahmed Ali; 82-year-old leaves for Delhi
প্রসার ভারতীরও আমন্ত্রণ- দিল্লি গেলেন আহমেদ আলি
করিমগঞ্জ জেলার পাথারকান্দির সেই প্রথিতযশা রিক্সাচালক তথা ৯টি স্কুলের প্রতিষ্ঠাতা আহমেদ আলি দিল্লি রওয়ানা দিয়েছেন। ‘যুক্ত’ এনজিও’র অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি প্রসার ভারতীর আমন্ত্রণে এক অনুষ্ঠানে যোগদান করছেন তিনি । উক্ত অনুষ্ঠানে আহমদ আলির বক্তব্য নেওয়া হবে এবং ঐদিনই বিকালে তা প্রসার ভারতীতে সম্প্রচার করা হবে।
সামাজিক কাজকর্মে বিশেষ অবদানের জন্য সমগ্র দেশের বিভিন্ন অঞ্চল থেকে সর্ব মোট ৩০ জন ব্যক্তিকে প্রসার ভারতীর স্টুডিওতে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ২৫ নভেম্বর প্রসার ভারতী স্টুডিও দিল্লিতে তাদের ৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করবে।
উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও তাকে গুহাটিতে সংবর্ধনা জানিয়েছিলেন। পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এই বিষয়ে তাকে সব সময় সহায়তা করে আসছেন। ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আহমেদ আলির অবদানের স্বীকৃতি জানানোর পরেই জাতীয় সংবাদ মাধ্যমেও উনার নাম উঠে এসেছিল।
Comments are closed.