Also read in

AIUDF won the Hailakandi regional Panchayat

শাসক বিজেপি দলকে পেছনে ফেলে হাইলাকান্দি জেলার  সব কটি  আঞ্চলিক পঞ্চায়েত  কার্যত  দখল করল বদরুদ্দিন আজমলের নেতৃত্বাধীন  এ আই ইউ ডি এফ দল।  সোমবার  নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের  প্রথম সভায়  জেলার সব কটি  আঞ্চলিক পঞ্চায়েত  দখল করে  এ আই ইউ ডি এফ দল।।  কাটলিছড়া, লালা ও দক্ষিণ হাইলাকান্দি  আঞ্চলিক পঞ্চায়েতে  সরাসরি এ আই ইউ ডি এফ দলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

অন্যদিকে আলগাপুর ও হাইলাকান্দি ব্লকে এ আই ইউ ডি এফ দলের সমর্থনে নির্দল প্রার্থীরা সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।   শাসক বিজেপি কিংবা  কংগ্রেস দল একটিও আঞ্চলিক পঞ্চায়েত দখল করতে পারে নি।   হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি হয়েছেন চান্দপুর উজানকুপা জিপির নির্দল এপি সদস্য হিফজুর রহমান চৌধুরী।  অন্যদিকে আলগাপুর ব্লকের এপি সভাপতি নির্বাচিত হয়েছেন নির্দল প্রার্থী আব্দুল মালিক চৌধুরী  ।  কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের অধীন  কাটলিছড়া, লালা, ও দক্ষিন হাইলাকান্দি (মনিপুর)  আঞ্চলিক পঞ্চায়েত  কার্যত বিধায়ক সুজাম উদ্দিনের পরিকল্পনায় দখল করল এ আই ইউ ডি এফ দল।  তপশিলি মহিলা সংরক্ষিত দক্ষিণ হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতও  দখল করেছে আজমল বিগ্রেড।  বিধায়ক সুজাম উদ্দিন লস্করের তৎপরতায় বিজেপি দলত্যাগ করে ইউ ডি এফ দলে নাম লিখিয়ে এপি সভাপতি নির্বাচিত হন  বরুনছড়া কুকিছড়া জিপির এপি সদস্যা মিনাক্ষি রায়।

অন্যদিকে দক্ষিণ হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন ইউ ডি এফ দলের  বলদাবলদি জিপির এপি সদস্য হুসনারা বেগম লস্কর ।।  অন্যদিকে  কাটলিছড়া আঞ্চলিক পঞ্চায়েত ও দখল করে এ আই ইউ ডি এফ।৷ বিধায়ক সুজাম উদ্দিন লস্করের গোপন  তৎপরতায়   দুই   নির্দল সদস্যের সমর্থন নিয়ে  এ আই ইউ ডি  এফ দলের  দীননাথপুর জিপির এপি সদস্য  ফিরোজা খানম লস্কর  এপি সভানেত্রী পদে নির্বাচিত হন।।  যদিও কাটলিছড়া আঞ্চলিকের ভাইস প্রেসিডেন্ট পদে বিজেপি দলের কাটলিছড়া জিপির এপি সদস্য রাজু সিংহ চৌধুরী  মনোনীত হন।৷ লালা আঞ্চলিক পঞ্চায়েতে ভোটাভুটির মাধ্যমে  দুই ভোটের ব্যাবধানে বিজেপি প্রার্থী কে হারিয়ে এপি সভাপতি নির্বাচিত হন এ আই ইউ ডি এফ দলের আফরোজা বেগম লস্কর।

অন্যদিকে এ আই ইউ ডি এফের সমর্থনে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন বড়বন্দ জিপির এপি সদস্য বিধু মোহন দাস।

Comments are closed.