Alleged child lifter in Silchar; Man caught with a 6 month old baby
কাছাড় জেলার শিলচর মহকুমার দুধপাতিল গ্রামে গতকাল রাতে ছেলেধরা সন্দেহে স্থানীয় জনতা আটক করে এক যুবককে। যুবকের সাথে ছিল ছয় সাত মাস বয়সের একটি শিশু।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার দুধপাতিল গ্রামের নাথপাড়া এলাকায় রাত ১০-৩০ মিনিট নাগাদ ছয়- সাত মাসের শিশুকে সঙ্গে নিয়ে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে স্থানীয় জনতা। জিজ্ঞাসাবাদ করে কোনো সদুত্তর পায়নি উপস্থিত জনতা। তখনই ছেলেধরা সন্দেহে উত্তম-মধ্যম শুরু হয়, খবর যায় পুলিশে। পুলিশ এসে শিশুসহ যুবককে থানায় নিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে সে জানায়, তার নাম বিপ্লব নায়েক, বাড়ি চন্ডীঘাট বাগানে। সাথের শিশু সন্তানটি তার নিজেরই সন্তান বলে জানায় সে। শিশুটিকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিল জানায় সে। তবে, এত রাত্রে দুধপাতিল এলাকায় সে কি করছিল তার সদুত্তর দিতে পারেনি।
পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Comments are closed.