Also read in

Alto - Auto head-on collision in Hailkandi; 8 injured, 4 critical

হাইলাকান্দির কৃষ্ণপুর এলাকায় রবিবার দুপুরে সড়ক দূর্ঘটনায় চালক সহ ৮ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ৪ জনকে হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।। জানা গেছে, এদিন দুপুর আড়াইটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।।
একটি অলটোর সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে।।

জানা গেছে, এদিন বেলা আড়াইটার সময় লালা থেকে কাটলিছড়াগামী একটি যাত্রীবাহী অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি অলটো গাড়ির।।অলটোটি ঘাড়মুড়া থেকে লালা আসছিল। ওই দূর্ঘটনায় দুটি গাড়ির চালক সহ মোট আটজন যাত্রী গুরুতর জখম হয়েছেন।।। দূর্ঘটনার পর যাত্রীদের আর্ত চিৎকার শুনে স্থানীয় জনগন তাদেরকে উদ্ধার করে লালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করেন।। আহতদের মধ্যে বদরুল আহমেদ বড়ভুইয়া ( ৪৫), জাবেদ হোসেন বড়ভুইয়া ( ৫৪), নিয়ামত আলি লস্কর ( ৬২) রসিদুর ইসলাম চৌধুরী ( ১৮) র
অবস্থা সংকটজনক থাকায় তাদেরকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।।

অন্যদিকে অপর চারজন যথাক্রমে নসির উদ্দিন লস্কর ( ৫০), তৃষ্ণা দাস ( ৩৫),আসাব উদ্দিন তালুকদার (৩১), ও হায়দর হোসেন চৌধুরীকে হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে রামকৃষ্ণনগরের তৃষ্ণা দাস এদিন কাটলিছড়ায় এনআর সি শুনানি কেন্দ্রে যাচ্ছিলেন বলে জানা গেছে।। তার দাঁত ভেঙ্গে গেছে।।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আব্দুল্লাপুর ফাঁড়ি পুলিশ সহ লালা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে। সেই সঙ্গে আহতদের মেডিক্যালে প্রেরনেরও ব্যবস্থা করে।।

Comments are closed.