Also read in

Another incident of snatching in borad daylight, Police yet to trace the culprit

সেই একই কায়দায় আবার ছিনতাইয়ের ঘটনা ঘটলো শহর শিলচরে।

আজকের ছিনতাইয়ের ঘটনা শিকার হলেন এক প্রাইভেট কোম্পানি বি কে কনস্ট্রাকশনের কর্মী।

হাসপাতাল রোডের বি কে কনস্ট্রাকশনের ক্যাশিয়ার অমল শুক্লবৈদ্য ভারতীয় স্টেট ব্যাংকের শিলচর শাখা থেকে সাত লক্ষ টাকা তুলে বাইকে উঠে রওনা হওয়ার সাথে সাথে তার ব্যাগ ছো মেরে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইবাজরা। এবারও দুষ্কৃতীর সংখ্যা দুই এবং এরা যথারীতি বাইকে চড়ে এসে মুহুর্তের মধ্যে উধাও হয়ে যায়। দুপুর একটা নাগাদ প্রকাশ্য দিবালোকে ঘটনাটি ঘটে। পুলিশ সারাদিন হন্যে হয়ে খুঁজেও এই ছিনতাইবাজের ধরতে পারেনি।

অমল শুক্লবৈদ্যের বাড়ি শিলচর লিংক রোডের এক নম্বর লেনে। টাকাটা বিকে কনস্ট্রাকশন কোম্পানিরই বলে জানান শুক্ল বৈদ্য।
এখানে উল্লেখ্য, বিগত তিন মাসে একই কায়দায় ছয় সাতটি ছিনতাইয়ের ঘটনা ঘটলো ঘটলেও পুলিশ এখন পর্যন্ত কোনও ছিনতাইবাজকেই পাকড়াও করতে পারেনি।

Comments are closed.

error: Content is protected !!