Anundoram Borooah Award : Meritorious students get laptop on Friday
আগামী ১৫ই ফেব্রুয়ারী, শুক্রবার শিলচরে ২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষার মেধাবী ছাত্র-ছাত্রীদের আনন্দরাম বরুয়া পুরস্কার প্রদান করা হবে। এইচএসএলসি এবং হাই মাদ্রাসা পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ পড়ুয়ারা এবার পুরস্কার পাচ্ছে।
শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিতব্য এক সভায় ৭৭৯ জন ছাত্রছাত্রী ল্যাপটপ গ্রহণ করবে। ছাত্র-ছাত্রীদের দুই কপি পাসপোর্ট সাইজ ফটো এবং পরিচয় পত্র সহ অভিভাবকদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে আসতে বলা হয়েছে। কাছাড়ের অতিরিক্ত উপায়ুক্ত রনজিত কুমার দাম এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন।
এ বৎসর পুরস্কার প্রাপকরা ল্যাপটপের সাথে দুই বৎসরের ইন্টারনেট সংযোগ সহ ওয়াই-ফাই ডংগল ও পাবে।একাদশ ও দ্বাদশ শ্রেণির সিলেবাস অনুযায়ী কিছু শিক্ষা সামগ্রী ও ওই ল্যাপটপে থাকবে।
উল্লেখ্য, আনন্দরাম বরুয়া পুরস্কার ২০০৫ সাল থেকে দেওয়া হচ্ছে। আগে প্রথম বিভাগে উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদের এই পুরস্কার দেওয়া হতো। কিন্তু ২০১৭ সাল থেকে শুধু মাত্র ৭৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করা ছাত্র ছাত্রীরা এই পুরস্কারের যোগ্য বিবেচিত হয়ে থাকে।
Comments are closed.