Also read in

APDCL contractual worker dies of electrocution, tension prevails in buribail

বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত গাফিলতিতে প্রাণ গেল বিদ্যুৎ বিভাগেরই এক অস্থায়ী ঠিকা কর্মীর। সোমবার রাত আটটা নাগাদ এই দুর্ঘটনার পর উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বড়খলার বুড়িবাইলে।

এপিডিসিএল’য়ের কালাইন সাব ডিভিশনের অধীন বুড়িবাইল গ্রামে সোমবার রাত আটটা নাগাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান কাটিগড়া গনিরগ্রাম চতুর্থ খন্ডের বদরুদ্দিন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন বুড়িবাইল চৌধুরীপাড়ায় বিদ্যুতের তার ছিঁড়ে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার খবর পেয়ে বিভাগীয় জনৈক কর্মচারীর নির্দেশে লাইন মেরামত করতে এসে ঘটে এই বিপত্তি। ‘জীবন্ত’ তার ধরার সাথে সাথে বিদ্যুতের ছোবলে ছটফট করতে করতে মাটিতে গড়িয়ে পড়ে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে ২৮ বৎসরের যুবক বদরউদ্দিনের ।

এই খবরে ভাঙ্গারপার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রন্টু দাশ ছুটে আসেন। কিন্তু স্থানীয় উত্তেজিত জনতা লাশ আটকে রাখেন। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির জন্য প্রাণ গেল বদরউদ্দিনের। কোন ধরনের প্রশিক্ষণ ছাড়াই তাকে বিভাগীয় এই বিপজ্জনক কাজে দিনমজুর হিসেবে খাটানো হচ্ছিল বলে উপস্থিত জনতা অভিযোগ করেন।

এদিকে, এই ঘটনার পর পুরো পূর্ব কাটিগড়া সহ বড়খলার এক বিশাল অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

Comments are closed.