আজ মারাকানায় যদি ফুটবলের রাজপুত্র মারাদোনা থাকতেন….
এই দিনটাই তো দেখতে চেয়েছিলেন দিয়েগো মারাদোনা। দেখতে চেয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির হাতে একটা ট্রফি। আজ তিনি নেই। কিন্তু যেখানেই আছেন, নিশ্চয়ই খুশিতে দুহাত তুলে গোটা আর্জেন্টিনা দলকে আশীর্বাদ দিচ্ছেন। বিশেষ করে তার প্রিয় মেসিকে।
আজ আর্জেন্টিনার ফুটবলে এক ঐতিহাসিক দিন। শাপমোচন এর দিন। বিশ্ব ফুটবলের অন্যতম পাওয়ার হাউস হলেও গত ২৮ বছর থেকে ট্রফিহীন ছিল আল বিসেলেস্তেরা। শেষ বার ১৯৯৩ সালে আন্তর্জাতিক মঞ্চে কোনো ট্রফি জিতেছিল আর্জেন্টিনা। তারপর ২৮ বছর কেটে গেলেও ট্রফি জয়ের খরা কাটছিল না। অবশেষে শাপমোচন হল। তাও আবার ঐতিহাসিক মারাকানায়। এই মারাকানা তেই ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে হারের মুখ দেখতে হয়েছিল মেসিদের। গত ২৮ বছরে সাত-সাতটি ফাইনাল হেরেছে আর্জেন্টিনা। প্রতিটি হারের ক্ষত এত গভীর ছিল যে মেসির যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিল। সমালোচকরা বলছিলেন, দেশের জার্সি গায়ে তো কিছুই জিততে পারেনি লিওনেল মেসি। তাহলে আবার কিসের বিশ্বসেরা ফুটবলার লিও? আজ নিশ্চয়ই সেই সমালোচকরা ও যোগ্য জবাব পেয়ে গেছেন।
গত বছর ২৫ নভেম্বর না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন মারাদোনা। আজ বেঁচে থাকলে খুব খুশি হতেন। এই দিনটাই তো দেখতে চেয়েছিলেন তিনি। ফুটবলার হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিলেও কোচ হিসেবে পারেননি। সেই দুঃখের কথা ফুটবলের রাজপুত্র অনেকবার বলেছিলেন। ফুটবলের ইতিহাসে মারাদোনা একজনই ছিলেন। আর কেউই দ্বিতীয় মারাদোনা হতে পারবেন না। ফুটবলার হিসেবে সব কিছু অর্জন করলেও আর্জেন্টাইন রাজপুত্রের সেই তৃপ্তি ছিলনা। কারণ গত ২৮ বছরের ট্রফি জয়ের ব্যর্থতা। তিনি সবসময় চাইতেন, আর্জেন্টিনা ট্রফি জিতুক। আর অধিনায়ক হিসেবে যেন মেসি সেই ট্রফি নেন। আর্জেন্টিনাকে নিয়ে তিনি স্বপ্ন দেখতেন। স্বপ্ন দেখতেন মেসিকে নিয়ে। আজ তার স্বপ্ন সত্যি হলো।
২০১৪ ফিফা বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারের পরই সমালোচকরা আদাজল খেয়ে মেসির সমালোচনায় নেমে পড়েছিলেন। অথচ টুর্নামেন্টের সেরা ফুটবলার ছিলেন বার্সেলোনার প্রাণভোমরা। গত দেড় দশকে যখনই আর্জেন্টিনা ফাইনালে হেরেছে, মেসির সমালোচনা হয়েছে। তবে প্রতিটি ক্ষেত্রে এল এম টেন এর জন্য গলা ফাটিয়ে ছিলেন মারাদোনা। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে হারের পর ঘরে বাইরে তখন বার্সা তারকার প্রচুর সমালোচনা হচ্ছিল। ফলে দুঃখে অভিমানে অবসর নিয়ে ফেলেছিলেন মেসি। সেই সময় মারাদোনা তাকে অবসর ভেঙ্গে ফিরে আসতে অনুরোধ করেন। মারাদোনাকে দারুন শ্রদ্ধা করতেন মেসি। তাই ফুটবল রাজপুত্রের অনুরোধ ফিরিয়ে দিতে পারেননি। অবসর ভেঙ্গে ফিরে এসেছিলেন। আজ কোপা আমেরিকা জয়ের পর দুহাত তুলে আকাশের দিকে যেন মারাদোনাকে এই ট্রফিটা উৎসর্গ করছিলেন মেসি। কেরিয়ারে যখনই কঠিন চ্যালেঞ্জে পড়েছেন, মারাদোনা কে সব সময় পাশে পেয়েছেন। আজ মারাকানার কোনো একটা দিকে বসে থাকলে মেসিদের জন্য গলা ফাটাতেন। তার ট্রেডমার্ক স্টাইলে দুই হাত তুলে কিছু যেন একটা বলতেন। তবে যেখানেই থাকেন না কেন মারাদোনা হয়তো এভাবেই আর্জেন্টিনার জয় সেলিব্রেট করছেন। এবার শান্তিতে ঘুমোতে পারবেন দিয়েগো মারাদোনা।
Comments are closed.