Also read in

Arunachal SS moves on to super four unbeaten: India Club in trouble after losing big match

‘বড় ম্যাচে’ ভাল খেলেও ফিনিশিং ব্যর্থতায় হার দিয়েই মাঠ ছাড়লো ইন্ডিয়া ক্লাব। উল্টোদিকে, আরো একটি জয়ের সুবাদে অপরাজিত থেকেই সুপার ফোরে গেল অরুণাচল এস এস। বুধবার ম্যাচের স্কোরলাইন ছিল ১-০।

একের পর এক ম্যাচে নিরাশ হবার পর বুধবার রামানুজ গুপ্ত সুপার ডিভিশনে ভালো লড়াই উপভোগ করলেন দর্শকরা। এদিন উভয় দলই ভালো লড়াই দিয়েছে। গত ম্যাচ গুলির তুলনায় অনেক ভালো খেলল ইন্ডিয়া ক্লাব। তবে ফিনিশিং ব্যর্থতায় তিন পয়েন্ট আদায় করতে পারলো না তারা। উল্টো হেরে মাঠ ছাড়লো।

এখন পর্যন্ত টুর্ণামেন্টে বাকি পাঁচটা দলের তুলনায় অনেক ভালো ফুটবল খেলেছে অরুণাচল। দলটা ধারাবাহিক ফুটবল খেলছে। এস এম দেব স্টেডিয়ামে ইন্ডিয়া ক্লাবের বিরুদ্ধেও একই ছন্দ ধরে রাখলো তারা। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এখন পর্যন্ত শুধু অরুণাচল সুপার ফোর নিশ্চিত করেছে। বাকি পাঁচটা দল লড়ছে চারটি স্পট এর জন্য। আবার এই পাঁচটি দল অবনমন এর আওতায় রয়েছে।

চার ম্যাচ খেলে ইন্ডিয়া ক্লাবের পয়েন্ট এই মুহূর্তে ৪। তারা শুধু একটি ম্যাচে জয় পেয়েছে। দুটিতে হার এবং একটি ড্র করেছে। এমন পরিস্থিতিতে টাউন ক্লাবের বিরুদ্ধে তাদের ডার্বি ম্যাচ টা এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সুপার ফোরে খেলতে হলে ডার্বি ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট অর্জন করতে হবে শতাব্দীপ্রাচীন ক্লাবটি কে।

গতকাল রাত ও আজ সকালের বৃষ্টিতে মাঠের কন্ডিশন অনেকটাই খারাপ হয়ে গেছে। এরপরও ছোট ছোট পাসে উভয়দল ভালো কন্ট্রোল দেখিয়েছে। ইন্ডিয়া ক্লাবের মাঝমাঠ ভালো পারফর্ম করেছে। দুই উইং ধরে তারা বেশ কয়েকবার আক্রমণে গেছে। তবে ফিনিশিংয়ের অভাবে গোল আদায় করতে পারেনি।

চলতি সুপার ডিভিশনে প্রায় প্রত্যেক ম্যাচে ডি বক্সের থেকে গোল করার সুযোগ মিস করছে দলগুলো‌। এখানেও ব্যতিক্রম অরুণাচল। ‌ দলটা কিন্তু খুব কমই সুযোগ হাতছাড়া করেছে। ইন্ডিয়া ক্লাবের বিরুদ্ধে তারা তেমন সুযোগ পায়নি। তবে সীমিত সুযোগ তৈরি করলেও তার মধ্যে একটি কাজে লাগিয়েছে। সৌজন্যে, টুর্নামেন্টের সম্ভবত সেরা স্ট্রাইকার রাকেশ দাস। ৮০ মিনিটে করা তার গোলটাই এদিন পার্থক্য গড়ে দেয়। এদিন বেশ কয়েকটি ভালো সেভ করেন অরুণাচলের গোলকিপার নির্বাণ বসুমাতারি। তিনি ম্যাচের সেরা নির্বাচিত হন।

Comments are closed.

error: Content is protected !!