As a CSR activity SBI funds 14 garbage collecting tricycle for municipality board
স্বচ্ছ শিলচর : ১৪টি আবর্জনাবাহী ট্রাইসাইকেল দিল ভারতীয় স্টেট ব্যাঙ্ক
বরাক বুলেটিন, শিলচর, ৮ ফেব্রুয়ারিঃ শিলচর শহরকে আবর্জনা মুক্ত, স্বচ্ছ শহরে পরিণত করতে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবলিটি প্রকল্পের অধীনে শিলচর পুরসভাকে ১৪টি আবর্জনাবাহী ট্রাইসাইকেল দিল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি শুক্রবার তাঁর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুরসভা অনুমোদিত আবর্জনা সংগ্রহকারী এনজিও-র কর্মকর্তাদের হাতে সাইকেলগুলির চাবি তুলে দেন।
ভারতীয় স্টেট ব্যাঙ্ক এই প্রকল্পে মোট ১৬ লক্ষ টাকা দিয়েছে। যে অর্থে পুরসভা প্রথমে নভেম্বর মাসে দুটি আবর্জনাবাহী ম্যাজিক ট্রাক কিনেছে। পরে কেনা হয়েছে এই ১৪ টি ট্রাইসাইকেল।
স্টেট ব্যাঙ্কের এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রশংসা করে জেলাশাসক লায়া মাদ্দুরি বলেছেন এবার সব দায়িত্ব নিতে হবে শহরের নাগরিকদের। বাড়িতে ভেজা শুকনো বর্জ আালাদা করে রাখতে হবে। আর ট্রাইসাইকেল এলে তুলে দিতে হবে সাইকেলের নির্দিষ্ট চেম্বারে।
তাঁর অভিজ্ঞতা থেকে লায়া মাদ্দুরি বলেছেন, স্বচ্ছতায় ডিব্রুগড় জেলার সফল প্রকল্প থেকেও আমাদের শিক্ষা নিতে হবে। কারন স্বচ্ছতায় ডিব্রুগড় থেকেও পিছিয়ে রয়েছে কাছাড় জেলা। এদিকে স্টেট ব্যাঙ্ক এর শিলচর রিজিয়নের চিফ ম্যানেজার পার্থপ্রতিম ভাওয়াল বলেন, “পুরসভার সঙ্গে স্বচ্ছতা মিশনে যুক্ত হতে পেরে আমরা খুশি। ব্যাঙ্ক থেকে সিএসআর প্রকল্পে মোট ১৬ লক্ষ টাকা দেওয়া হয়েছে। আমরা চাই এই শহর স্বচ্ছ ও সুন্দর হোক। ভবিষ্যতেও স্টেট ব্যাঙ্ক এমন উদ্যোগে এগিয়ে আসবে।”
অন্যদিকে শিলচরের পুরপ্রধান নীহারেন্দ্রনারায়ণ ঠাকুর বলেন, পুরসভা সচেতনতার মাধ্যমে এই অভিযান সফল করতে আপ্রাণ চেষ্টা চালাবে। জেলাশাসক আরও বলেছেন মানুষ বর্জ্য আলাদা করে রাখা অভ্যেস করলে তা যখন আলাদা ভাবে ট্রেঞ্চিং গ্রাউন্ডে যাবে তখন তা রিসাইকল করতে খুব সুবিধে হবে, আর বাঁচবে পরিবেশও। এই প্রকল্পে সহযোগিতায় ছিল ড্রিস্টিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি।
Comments are closed.