Also read in

Assam Congress makes new appointment to damage control in Hailakandi

ভোট বড় বালাই : বিদ্রোহ ঠেকাতে জয়নাল উদ্দিনকে কংগ্রেসের কার্যকরী সভাপতি নিযুক্তি এপিসিসির

বিদ্রোহ দমাতে পঞ্চায়েত ভোটের মুখে অবসরপ্রাপ্ত শিক্ষা আধিকারিক জয়নাল উদ্দিন লস্করকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি পদে নিযুক্তি দিল এপিসিসি।।

 

অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপুন বরা কংগ্রেস দলের স্বার্থে রবিবার এক নির্দেশে হাইলাকান্দি জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি পদে জয়নাল উদ্দিন লস্করকে নিযুক্তি দিয়েছেন।। প্রদেশ কংগ্রেস কমিটির প্রশাসনিক সাধারন সম্পাদক শৈলেন বরা জয়নাল উদ্দিনের নিযুক্তি পত্রে স্বাক্ষর করেছেন। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের প্রার্থী মনোনয়নকে ঘিরে ক্ষোভ, প্রতিবাদ জানিয়ে নির্বাচনী কমিটি থেকে পদত্যাগ করেন আনাম উদ্দিন লস্কর ও সাহাব উদ্দিন চৌধুরী ।তাছাড়া কংগ্রেস নেতা ফয়জুল হক মজুমদার, ননীবাবু সিংহ, উসমান গনি, কমরুল ইসলাম, মাসুক আহমেদ, সহ আরও অনেকে পদত্যাগ করেছেন।

 

এখানে আরও উল্লেখ করা যায়, সংখ্যালঘু সম্প্রদায় থেকে জেলা কংগ্রেস সভাপতি নির্বাচনের দাবিতে হাইলাকান্দি কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। কিন্ত এপিসিসি তেমন গুরুত্ব দেয় নি। যদি শুরুতে এভাবে কার্যকরী সভাপতি নিযুক্তি দেওয়া হতো তাহলে দলের মধ্যে বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠত না বলে রাজনৈতিক বিজ্ঞ মহলের অভিমত।

 

গত ছাব্বিশ অক্টোবর দলীয় পর্যবেক্ষক হরিশ রাওয়াতের হাইলাকান্দি সফরের মুখে জেলা কংগ্রেস সভাপতি রাহুল রায় নিজের ঘনিষ্ঠ সংখ্যালঘু সম্প্রদায়ের আব্দুল কায়ুম মজুমদারকে জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি পদে নিযুক্তি দেন।। এদিকে আঠারো নভেম্বর এপিসিসি ওই একই পদে উচ্চ শিক্ষিত, অবসরপ্রাপ্ত শিক্ষা আধিকারিক জয়নাল উদ্দিনকে নিযুক্তি দেয়।

 

কংগ্রেস সূত্রে জানা গেছে, এপিসিসির নিযুক্তির সাথে সাথেই রাহুল রায়ের দেওয়া নিযুক্তি বাতিল হয়ে যায়। কারণ,এপিসিসি র অনুমোদন ছাড়া রাহুল রায়, আব্দুল কাইয়ুম মজুমদারকে নিযুক্তি দিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, জয়নাল উদ্দিন লস্কর হচ্ছেন বিদ্রোহী গোষ্ঠীর অন্যতম নেতা। হরিশ রাওয়াতের সফরের মুখে বিদ্রোহী গোষ্ঠীর নেতা হিলাল উদ্দিন, আনাম উদ্দিন, জয়নাল উদ্দিন, রুকন উদ্দিন, সামস উদ্দিন প্রমুখ রাহুল রায়ের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে নামার হুংকার ও দিয়েছিলেন। তারা একজন সংখ্যালঘু নেতাকে জেলা কংগ্রেসের সভাপতি পদে বসানোর দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। যদিও দেরিতে হলেও বিদ্রোহ দমাতে বিক্ষুব্ধ শিবিরের অন্যতম নেতা শিক্ষাবিদ জয়নাল উদ্দিন লস্করকে জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি পদে নিযুক্তি দিয়ে বিক্ষোভ দমানোর উদ্যোগ নিল এপিসিসি।

Comments are closed.