Assam University affiliated institutions to follow summer vacation from May 22 to June 20
আসাম বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট কলেজগুলোতে গ্রীষ্মকালীন ছুটি ২২ মে থেকে ২০ জুন
গ্রীষ্মকালীন ছুটি নিয়ে নতুন সূচি জানালো আসাম বিশ্ববিদ্যালয়। এই সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে আগামী ২২ মে থেকে ২০ শে জুন পর্যন্ত হচ্ছে গ্রীষ্মের ছুটি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক ডঃ প্রদোষ কিরণ নাথ এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছেন গতকাল। লকডাউন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তথা রাজ্য সরকারের বিজ্ঞপ্তি প্রকাশের পর এবং ইউজিসির ২৯ এপ্রিলের নীতি নির্দেশিকা উল্লেখ করে জানানো হয়েছে ২০১৯ সালের নভেম্বর মাসে প্রকাশিত ২০২০ সালের ছুটির তালিকা অনুযায়ী গ্রীষ্মকালীন ছুটি হচ্ছে না, পরিবর্তিত হয়েছে সূচি ।
ঐ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কাজকর্মের নীতি নির্দেশিকা জানানো হয়েছে। বিভিন্ন ডিন ও বিভাগীয় প্রধান অধ্যাপক প্রয়োজনের ভিত্তিতে কাজে যোগ দিতে পারবেন। প্রয়োজন অনুযায়ী শিক্ষা কর্মীরাও কার্যালয়ে আসতে পারবেন। গ্রুপ-বি থেকে উপরের সব আধিকারিকদের কার্যালয়ে আসতে হবে। প্রয়োজনের ভিত্তিতে তারাই ঠিক করে দেবেন তাদের বিভাগে কোন কোন কর্মচারী কাজে যোগ দেবেন। তবে লক ডাউনের সময় বিশ্ববিদ্যালয় চত্বরে বাইরে থেকে কোনো কেউ প্রবেশ করতে পারবেন না। ক্লাসে কোন ধরনের পাঠদান করা হবে না। তবে গবেষক পড়ুয়ারা কর্তৃপক্ষের আগাম অনুমতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন। ল্যাবরেটরীতে কাজের ক্ষেত্রেও উপাচার্যের অনুমতি নিতে হবে।
প্রতিদিন সকালে ই এন্ড ডি কলোনি, বিবেকানন্দ রোড এবং রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে বাস চলাচল করবে।
Comments are closed.