Also read in

Badarpur's Faizur Rahman collapses after his NRC claim was rejected; condition critical

মৃত্যু মিছিল আগেই শুরু হয়েছিল, তালিকা প্রকাশের পর ও চলছে। এনআরসির চূড়ান্ত তালিকায় নাম না থাকায় আতঙ্কিত হয়ে মৃত্যুমুখে পতিত বদরপুরের ফইজুর রহমান, এমনটাই অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, এনআরসির তালিকা প্রকাশের পর দেখা যায় পরিবারের ৭ জনের মধ্যে ৬ জনের নামই আসেনি, শুধু একজনের নাম জাতীয় নাগরিক পঞ্জির তালিকায় স্থান পেয়েছে। এই খবর পেয়ে অচৈতন্য হয়ে পড়েন ফইজুর রহমান, আজ ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ৫৪ বছর বয়স্ক ফইজুর রহমানের বাড়ি করিমগঞ্জ জেলার বদরপুরে।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এনআরসির আবেদনে ১৯৬০ ইংরেজির নথিপত্র জমা দেওয়া হয়েছিল, কিন্তু দেখা যায় শুধু ফইজুরের পিতা আরফিজ আলির নামে শুধু চূড়ান্ত তালিকায় এসেছে।

উল্লেখ্য, গতকাল এনআরসির সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সাথে সাথে চূড়ান্তভাবে বাদপড়া লোকের সংখ্যা দাঁড়িয়েছে উনিশ লক্ষের উপর। এই ১৯ লক্ষ বাদপড়া লোকেদেরকে এখন ১২০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে, যা রীতিমতো ব্যয় সাপেক্ষ এবং উদ্বেগজনক। তালিকা থেকে ছাঁটাই হওয়া লোকেরা অধিকাংশই গরিব সাধারণ লোক। তাদের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়া খুবই কষ্টকর। তাই এনআরসি চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া লোকেদের মানসিক অবস্থা সহজেই অনুমেয়।

সরকারের তরফ থেকে সব ধরনের আশ্বাস দেওয়ার পরেও জনগণ উদ্বেগমুক্ত হতে পারছেন না এই ঘটনায় তার প্রমাণ।

Comments are closed.