Bangladeshi Drugs peddler's statement video viral, leads many questions
গত রোববার উধারবন্দ এলাকার ঝাপিরবন্দ থেকে ড্রাগস পাচারের অভিযোগে বমাল গ্রেপ্তার করা হয় বাংলাদেশ দিনাজপুরের বাসিন্দা শামসুল আলমকে। খবরটি ফলাও করে প্রচার হলে ও ইতিমধ্যে তা বিস্মৃতির পর্যায়ে চলে গিয়েছিল।
কিন্তু হঠাৎ করে উধারবন্দ থানার ভেতরে ওই দুষ্কৃতীর রেকর্ড করা বয়ানের ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যাওয়ায় জনগণের মনের ব্যাপক সন্দেহের উদ্রেক হয়েছে; থানার ভেতরে করা ভিডিও সামাজিক মাধ্যমে আসে কি করে।
ভিডিওতে স্পষ্টতই দেখা যাচ্ছে, অনেকদিন ধরে বরাক উপত্যকায় ঘাটি গেড়ে থাকা শামসুল আলম একে একে তার সঙ্গী সাথী হিসেবে বরাক উপত্যকার অনেকের নাম উল্লেখ করছে, মাঝে মাঝে কোন একটা কাগজের দিকে তাকাচ্ছে। প্রশ্নকর্তাকে স্থানীয় জনগণ ভিডিপি কর্মকর্তা হিসেবে শনাক্ত করতে সক্ষম হয়েছে। এই ভিডিপি কর্মী কি করে থানার ভিতরে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এই প্রশ্ন জনগণের কাছে এক রহস্যজনক মনে হচ্ছে, এবং এই ভিডিওকে ব্ল্যাকমেইলিং করার চক্রান্ত হিসেবে মনে করছেন জনগণ এবং এই ঘটনার প্রকৃত তদন্তের দাবি করছেন।
উল্লেখ্য, উধারবন্দ পুলিশ গত রোববার এক অভিযান চালিয়ে মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগে বাংলাদেশের নাগরিক শামসুল আলম (৩৫), সোনাই ধনেহারি এলাকার শাহানুর হোসেন ভূঁইয়া(২৪), এবং সোনাই রামনগর এলাকার সিরাজুল হক লস্কর(৩১) কে গ্রেফতার করে ছিল।
Comments are closed.