Barak Banga's three-day convention kicks off in Hailakandi
হাইলাকান্দিতে শুরু হল বরাকবঙ্গের তিনদিনব্যাপী অধিবেশন
উত্তর পূর্বাঞ্চলে গৌরবোজ্জ্বল বাঙালি জাতিসত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সংগঠন বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের আঠাশতম দ্বি বার্ষিক কেন্দ্রীয় অধিবেশন শুক্রবার থেকে হাইলাকান্দিতে শুরু হয়েছে। এদিন সকালে হাইলাকান্দি জেলা সদরে বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা ও রবীন্দ্র ভবন প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মাধ্যমে অধিবেশনের সূচনা হয়।
পতাকা উত্তোলন করেন সম্মেলনের কেন্দ্রীয় সভাপতি সৌরিন্দ্র কুমার ভট্টাচার্য ।
এরপর শহরের ভাষা শহিদ স্মারকস্থলে স্মৃতিতর্পণ করেন বরাক বঙ্গের কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তিনদিনের এই অধিবেশন চলবে আগামী দশ মার্চ রবিবার পর্যন্ত। এদিন
সকাল ন’টায় আরম্ভ হওয়া সাংস্কৃতিক শোভাযাত্রায় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, সংগঠন ট্যাবলো নিয়ে অংশগ্রহণ করে। এদিন দুপুরে হাইলাকান্দির রবীন্দ্র ভবনে সম্মেলনের কেন্দ্রীয় সভাপতি সৌরীন্দ্র কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিষয় নির্বাচনী সভা এবং প্রতিনিধি সম্মেলন।।
বিষয় নির্বাচনী সভায় গৃহীত হয় বিভিন্ন প্রস্তাব । শুরুতে কেন্দ্রীয় সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক সব্যসাচী রায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন । তারপর সংস্থার আয় ব্যায়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ সমীরণ দেবনাথ। এদিন প্রতিনিধি সম্মেলনে সম্মেলনের নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে ঘুরিয়ে ফিরিয়ে পুরনো মুখই আনা হয়েছে । সভাপতি ও সম্পাদক হয়েছেন যথাক্রমে নীতিশ ভট্টাচার্য ও গৌতম প্রসাদ দত্ত। তিন সহ সভাপতি হলেন যথাক্রমে ইমাদ উদ্দিন বুলবুল, অমূল্য কুমার পাল ও বিনোদলাল চক্রবর্তী।। সহ সম্পাদক মনোনীত হয়েছেন, যথাক্রমে দেবদত্ত চক্রবর্তী, অনিল পাল, এবং বিশ্বনাথ।। এদিনের প্রতিনিধি সম্মেলনে অসমের বাঙালিদের বিভিন্ন সমস্যা, এন আর সি, নাগরিকত্ব সংশোধনী বিল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনাক্রমে বিভিন্ন প্রস্তাব গ্রহন করা হয়।
অন্যদিকে এদিন বিকেল থেকে
নেতাজি সুভাষ চন্দ্র স্টেডিয়ামে শুরু হয় সাহিত্য ও লোকমঞ্চের অনুষ্ঠান এবং রবীন্দ্র ভবনে সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান । প্রতিটি মঞ্চের অনুষ্ঠান শুরুর আগে তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশিষ্ট ব্যক্তিগন। এছাড়াও এদিন চিত্র ও ভাস্কর্য প্রদর্শনীরও উদ্বোধন করা হয়। এবার হাইলান্দি শহরের নজরুলসদন, রবীন্দ্র ভবন, বঙ্গভবন এবং নেতাজি সুভাষ চন্দ্র বসু স্টেডিয়ামে তিনদিনের এই অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।।
এদিনের প্রতিনিধি সম্মেলনের আলোচনায় অন্যান্যদের মধ্যে সম্মেলনের কাছাড় জেলা সভাপতি তথা সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, সুদর্শন ভট্টাচার্য, সুধাংশু শেখর দত্ত, সভ্যসাচী রায়, নীতিশ ভট্টাচার্য, সঞ্জীব দেব লস্কর, দীপক সেনগুপ্ত, ড. বিভাস রঞ্জন দেব, ইমাদ উদ্দিন বুলবুল, সুলেখা দত্ত চৌধুরী, কৃষ্ণ রঞ্জন পাল, উত্তম কুমার সাহা, সন্তোষ মজুমদার, অমলেন্দু ভট্টাচার্য, আকমল আলি বড়ভুইয়া, অখিল রঞ্জন তালুকদার, নুরুল হোসেন মজুমদার, মঞ্জুর আহমেদ, জিতেন্দ্র নাথ, দীপক রঞ্জন নাথ, পিনাকপাণি ভট্টাচার্য, মাধবী শর্মা, সন্ধ্যা রায়, কবীর মজুমদার, অমিত রঞ্জন দাস, বিজয়ীনি ভট্টাচার্য, বিভুতি চক্রবর্তী, আশুতোষ দাস প্রায় দেড় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
Comments are closed.