Barak Sahitya Sanskriti Unnayan Parishad's festival in Lala
বরাক সাহিত্য সংস্কৃতি উন্নয়ন পরিষদের জমজমাট সাহিত্য বাসর,গুণীজন সংবর্ধনা লালায়
দিনব্যাপী গল্প,কবিতা পাঠ, নাচ, গান, মনোজ্ঞ আলোচনা সভা আর গুনীজন সংবর্ধনার মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশে সতের মার্চ রবিবার হাইলাকান্দির লালা শহরে বরাক সাহিত্য সংস্কৃতি উন্নয়ন পরিষদের এক অধিবেশন অনুষ্ঠিত হয়। এদিন বেলা এগারোটার সময় প্রদীপ প্রজ্বোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা।
এ উপলক্ষে বরাক সাহিত্য সংস্কৃতি উন্নয়ন পরিষদের সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত পল্লী কবি হীরেন্দ্র পুরকায়স্থকে মরনোত্তর সম্মান সহ কবি দেব সিংহ সুব্রাম ও গল্পকার আতিক উদ্দিন চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়। এই তিন কৃতিকে সম্মানিত করার আগে তাদের কর্মধারা নিয়ে বক্তব্য রাখেন অমিত রঞ্জন দাস, শতানন্দ ভট্টাচার্য এবং নজমুল ইসলাম তাপাদার।
উদ্বোধনী সঙ্গীতের পর একান্ত আপন সাংস্কৃতিক সংস্থার সম্পাদিকা নাচিকতা নাথের পরিচালনায় অনুষ্ঠিত নৃত্যানুষ্ঠানে অদিতি দাস, নন্দিনী দেবনাথ এবং অনুষ্কা নাথ,বৈশালি সাহা এবং অংকন অংকিতা সাহা অংশ নেন। হাইলাকান্দির সংগীতশিল্পী কৃষ্ণপ্রিয়া পুরকায়স্থ সংগীত পরিবেশন করেন। এর আগে শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন নুরুল হোসেন মজুমদার। এরপর উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে সোনাই মাধব চন্দ্র কলেজের অধ্যাপক আব্দুল মতিন সংস্থার উদ্দেশ্য বিস্তারিতভাবে তুলে ধরেন।
আলোচনা সভায় কবি প্রাবন্ধিক আশুতোষ দাশ সম্মাননা প্রাপকদের অভিনন্দন জানিয়ে বরাক সহ বৃহত্তর বাংলা সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন । এস এস কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা মমতাজ বেগম বড়ভূইয়ার সঞ্চালনায় এদিন নাচ গান কথা আর কবিতার মেলবন্ধনে প্রাণবন্ত হয়ে উঠে গোটা অনুষ্ঠান। সাহিত্যের এই অনুষ্ঠানে লালা এলাকার সাহিত্য চর্চার বিভিন্ন দিকের উপর আলোকপাত করেন প্রবাহ’র সম্পাদক আশিস রঞ্জন নাথ ।
অনুষ্ঠানে রামকৃষ্ণ চক্রবর্তী তাঁর বক্তব্যে আধুনিক বাংলা কবিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন । সাহিত্যের এই আড্ডায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর বরাক সাহিত্য সংস্কৃতি উন্নয়ন পরিষদের কর্মধারার ভূয়সী প্রশংসা করেন । আজকের এই বিপন্ন সময় সমাজকে ত্রকমাত্র সাহিত্যই ঐক্যবদ্ধ রাখতে পারে বলে তিনি অভিমত করেন । অন্য আলোচক ভাষাসেনানী গোপাল চৌধুরী তার বক্তব্যে পরিষদকে দীর্ঘজীবী করার আহ্বান জানান । আলোচনায় অংশ নিয়ে সংস্কৃতিকর্মী কমরুল ইসলাম চৌধুরী বরাকের ভাষা আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।।গল্পকার আতিক উদ্দিন চৌধুরী তার বক্তব্যে বরাক সাহিত্য সংস্কৃতি উন্নয়ন পরিষদের মত একটি সংগঠনের বিশেষ প্রয়োজনীয়তার উল্লেখ করেন। আলগাপুর কলেজের অধ্যাপক ড. বূরহান উদ্দিন তার বক্তব্যে এই সংগঠনের মাধ্যমে বরাকের গ্রামে গঞ্জে সংস্কৃতি আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান ।
এদিনের সাহিত্য আসরে প্রবন্ধ পাঠ করেন মিনোয়ারা মাঝারভূইয়া এবং কবিতা আবৃত্তি করেন বিশ্বজ্যোতি ভট্টাচার্য, চিরঞ্জিব দাস, সুফিয়ান সিদ্দিকী,লক্ষী নাথ, ইন্নুস আমিন বড়ভূইয়া, রেজাক আলি , রফিক উদ্দিন, সুজা মজুমদার, বদরুল ইসলাম, লীলা বড়লস্কর, নজমুল ইসলাম তাপাদার, মেহেবুব আলম, প্রমুখ। এদিনের সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন মমতাজ বেগম বড়ভূইয়া।
Comments are closed.