Barak Valley celebrates Republic Day with great enthusiasm
সমগ্র দেশের সাথে বরাক উপত্যকায়ও ৭০ তম সাধারণতন্ত্র দিবস উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়। এই উপলক্ষে কাছাড় জেলার প্রধান অনুষ্ঠান হয় শিলচর পুলিশ প্যারেড গ্রাউণ্ডে। অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন রাজ্যের মৎস্য ও পরিবেশ দপ্তরের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।
শুক্ল বৈদ্য তার ভাষণে জাতির জনক মহাত্মা গান্ধী এবং শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি কাছাড় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যসূচির কথা উদ্ধৃত করে বলেন, শিলচরে একটি মিনি সচিবালয় এবং আরেকটি মেডিক্যাল কলেজ স্থাপন করার প্রয়াস চলছে। অনুষ্ঠানে বিভিন্ন সংস্থা এবং সরকারি দপ্তরের সুদৃশ্য টেবলোও প্রদর্শিত হয়।
করিমগঞ্জের মূল অনুষ্ঠানে গভর্ণমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে উপায়ুক্ত ফণিভূষণ রায় জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি তার ভাষণে বলেন, করিমগঞ্জে মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমোদন এসে গেছে, স্থান নির্ধারণের কাজ চলছে। এছাড়া করিমগঞ্জে একটি সায়েন্স এবং টেকনোলজি সেন্টার গড়ে তোলার জন্য তাজপুরে ইতিমধ্যেই ১০ বিঘা জমি বরাদ্দ হয়েছে। জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জমি বরাদ্দ করার প্রয়াস চলছে।
হাইলাকান্দি জেলায়ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সাধারণতন্ত্র দিবস পালিত হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে জেলার প্রধান অনুষ্ঠানে জেলা উপায়ুক্ত জলি কীর্তি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সম্মিলিত কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। এই উপলক্ষে ছাত্র ছাত্রীদের জন্য দেশাত্মবোধক চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
Comments are closed.