Barak Valley pays tribute to the martyrs of May 19, 1961
আজ উনিশে মে! ভাষা শহীদ দিবস! উনিশের সঙ্গে যে আমাদের আত্মার নিবিড় সম্পর্ক, তা ভোলার সাধ্যি নেই বাঙালি মাত্রেরই! স্বজন হারানোর ব্যথায় বরাক উপত্যকার আজ প্রতিটি বাঙালি স্মরণ করেছে একাদশ শহীদদের । আজ বরাক জুড়ে শ্রদ্ধার সঙ্গে এবং যথাযোগ্য মর্যাদায় ৫৮ তম শহিদ দিবস পালন করা হয়েছে। সকালে রেল স্টেশনে এবং শ্মশান ঘাটে শহিদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, আর্য সংস্কৃতি বোধিনী সমিতি, মাতৃভাষা সুরক্ষা সমিতি ভাষা শহিদ স্মরণ সমিতি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা, বিশিষ্ট জনগণ শিলচর রেল স্টেশন এবং শ্মশান ঘাটে গিয়ে পুষ্পাঞ্জলী নিবেদন করে একাদশ শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এছাড়া রাজনীতিবিদরাও আজ শিলচরে শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। আসাম সরকারের বন ও পরিবেশমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দিলীপ পাল, শিলচর পুরসভার সভাপতি নিহারেন্দ্র নারায়ন ঠাকুর প্রমূখ শ্মশান ঘাটে পুষ্পাঞ্জলি নিবেদন করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা অর্পণ করেন।
বেলা দুটো বেজে পয়ত্রিশ মিনিটে সেই বিশেষ ক্ষণকে স্মরণ করে গান্ধীবাগে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারি আয়ুক্ত মারিয়া তামিম শহিদদেরকে উদ্দেশ্য করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এবারে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে বাংলাদেশের শিল্পীরাও উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় অনুষ্ঠিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও বাংলাদেশের শিল্পীরা অংশগ্রহণ করেন। সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক ক্লাব ঘর, বিভিন্ন প্রতিষ্ঠান সহ পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে ১১ প্রদীপ জ্বালিয়ে শহিদদের স্মরণ করা হয়। আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। আল্পনা প্রতিযোগিতা, নাট্যানুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠিত হয় বরাক উপত্যকার স্থানে স্থানে।
শ্রীকোনার বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে পালিত হলো উনিশে মে। শ্রী কোনা বাজারের স্থায়ী শহীদ বেদীতে মাল্যদান করে আজ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
শুধু শিলচর নয়, বরাক উপত্যকার সর্বত্র যথাযোগ্য মর্যাদায় আজ উনিশে মে পালিত হয়েছে। কাটিগড়ায় সকালে অস্থায়ী শহিদ বেদীতে কাটিগড়া ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে মাল্যদান করা হয়। পরে ভাষা শহিদ দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিরা।
একইভাবে করিমগঞ্জেও বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, স্কুল-কলেজের ছাত্রছাত্রী সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা একাদশ শহিদদের শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পণ তথা মাল্যদান করেন। এ উপলক্ষে এক শোভাযাত্রারও আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা তথা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে স্থানে স্থানে নানা কর্মসূচি পালন করা হয়।
হাইলাকান্দি জেলায়ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে উনিশে মে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি শহর ও আঞ্চলিক সমিতির ব্যবস্থাপনায় শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে এক শোভাযাত্রারও আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও আলোচনা সভা এবং সাহিত্য বাসরেরও ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও শহিদ দিবস উপলক্ষে গত শনিবার হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এতে অনেকেই রক্ত দান করেন।
এদিকে উনিশে মে উপলক্ষে হাইলাকান্দি মহিলা কলেজে এক শহিদ বেদীর উন্মোচন করা হয়। উন্মোচন করেন অধ্যক্ষ বিজয় কুমার ধর।
প্রতিবছর উনিশে মে যথাযোগ্য মর্যাদায় এবং শ্রদ্ধার সঙ্গে শহীদদের স্মরণ করা হয়। শুধু একদিনের জন্য না হয়ে এই একাদশ শহিদের আত্মবলিদানের মর্যাদা যদি আমরা দিতে পারি পুরো বছর ধরে, তখনই সত্যিকার অর্থে শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে।
Comments are closed.