Also read in

Barbaric act: Tribal minor girl is again raped in Hailakandi.

হাইলাকান্দি জেলায় ফের ধর্ষণের শিকার হল এক উপজাতি নাবালিকা কিশোরী স্কুল ছাত্রী।।। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে অসম মিজোরাম সীমান্তের রামনাথপুর থানা এলাকার ঘাড়মুড়ার সংরক্ষিত বনাঞ্চলে। এ ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে বিভিন্ন দল, সংগঠন।

জানা গেছে, ভাইছড়া গ্রামের ত্রিপুরা সম্প্রদায়ের ওই নাবালিকা কিশোরী ছাত্রী এদিন বিকেলে রামনাথপুরে নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং সেরে বাড়ি ফিরছিল।। পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী রামনাথপুর ভৈরবী রেল লাইনের পাশ দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। নাবালিকার পিতা পুলিশের কাছে অভিযোগ করে বলেন, রাজারথল এলাকার দিলোয়ার হোসেন নামের এক যুবক ওর পিছু ধাওয়া করে এবং একসময় ওই নাবালিকা কিশোরীকে জোর করে রেল লাইনের পাশের জংগলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মেয়েটি বাড়ি ফিরে ঘটনার কথা জানালে বুধবার রামনাথপুর থানায় এজাহার দায়ের করেন অভিভাবকরা। রামনাথপুর পুলিশ অভিযোগের প্রেক্ষিতে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। যদিও এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেফতারের কোন খবর নেই।

এদিকে বুধবার সকালে ভৈরবী শিলচর যাত্রীবাহী ট্রেনে করে ভাইছড়া থেকে হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে নিয়ে আসা হয় অসুস্থ কিশোরীকে।। বর্তমানে হাইলাকান্দিতে তার চিকিৎসা চলছে। অন্যদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আসামীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছে বিভিন্ন দল, সংগঠন।

Comments are closed.