Bhasha Shahid Bridge : Barak Banga proposes name for new Bridge over Barak
শিলচর শহরের দ্বিতীয় বরাক সেতুর নাম ভাষা শহিদের নামে করার দাবি জানিয়ে সর্বসম্মতিক্রমে প্রস্তাব গ্রহণ করা হয় বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সভায়। রবিবার, ১৭ ফেব্রুয়ারি বঙ্গভবনে অনুষ্ঠিত বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাব গ্রহণ করা হয়। তাছাড়াও সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, বঙ্গ সাহিত্যের আগামী কেন্দ্রীয় সম্মেলনে নাগরিকত্ব বিলের উপর গুরুত্ব প্রদান করে বিষয়টি বিশেষভাবে আলোচিত হবে। বিশেষ করে অসম চুক্তির ৬নং ধারার বিষয়ে গুরুত্ব আরোপ করে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হবে। তাছাড়া সাধারণ মানুষের এনআরসি সংক্রান্ত নিত্য নতুন বিভিন্ন হয়রানি বন্ধ করার জন্য সম্মেলনের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হবে। এছাড়াও আরো বিভিন্ন সাংগঠনিক প্রস্তাবও গ্রহণ করা হয় সভায়।
এদিনের সভায় সম্মেলনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হয়েছেন তৈমুর রাজা চৌধুরী; দীপক সেনগুপ্ত ও গৌতম প্রসাদ দত্ত সহ-সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। জেলা সম্পাদক হয়েছেন ডক্টর জয়ন্ত দেব রায়। অভিজিৎ ধর ও শৈবাল গুপ্ত সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। সাংস্কৃতিক সম্পাদক সব্যসাচী পুরকায়স্থ এবং কোষাধ্যক্ষ হিসেবে সুদীপ চক্রবর্তী নিযুক্ত হয়েছেন। সাহিত্য সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে লুৎফাহারা চৌধুরীর উপর। তাছাড়া তেরোজন কার্যনির্বাহী সদস্যদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়।
সম্মেলনর পক্ষ থেকে আরো জানানো হয়, আগামী ৮ মার্চ হাইলাকান্দিতে বঙ্গসাহিত্যের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সম্মেলনের বিভিন্ন আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। শিলচর আঞ্চলিক কমিটির সভাপতি ও সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন যথাক্রমে সঞ্জীব দেব লস্কর ও উত্তম কুমার সাহা।
উল্লেখ্য, এদিনের দ্বি বার্ষিক সাধারণ সভায় গত দুই বছরের সম্পাদকীয় প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাবও গৃহীত হয়।
এখানে উল্লেখ্য, সম্প্রতি ডিমাসা সংগঠন এই নতুন সেতুর নাম ডিমাসা রাজার নামে করার প্রস্তাব গ্রহণ করেছিল।
Comments are closed.