
Biggest upset of Ramanuj Gupta Super Division Football; Debutant Abhinaba Club defeats India Club
রামানুজ গুপ্ত স্মৃতি প্রাইজমানি সুপার ডিভিশন ফুটবল জমিয়ে দিল অভিনব ক্লাব। রবিবার এস এম দেব স্টেডিয়ামে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে দিলো সুপার ডিভিশনের নবাগতরা। দুরন্ত ফুটবল উপহার দিয়ে অভিনব ২-০ গোলে হারিয়ে দিল অন্যতম ফেবারিট ইন্ডিয়া ক্লাবকে।
দলটা এবারই প্রথম সুপার ডিভিশনে খেলছে। প্রথম ম্যাচে অরুণাচলের বিরুদ্ধে হারলেও নিজেদের লড়াকু ফুটবল দিয়ে সবার মন জয় করে নিয়েছিল অভিনব। প্রথম ম্যাচেই ইঙ্গিত মিলেছিল বড় দলগুলোকে অভিনবর বিরুদ্ধে ভোগান্তি পোহাতে হবে। সেই আশঙ্কাই সত্যি হচ্ছে। দ্বিতীয় ম্যাচে টাউন ক্লাব কে টেক্কা দেবার পর এবার শক্তিশালী ইন্ডিয়া ক্লাবের বিরুদ্ধেও পুরো পয়েন্ট আদায় করে নিল অভিনব। সেই সঙ্গেই তিন ম্যাচে দুটি জয় নিয়ে সুপার ফোরে খেলার স্বপ্ন বাস্তবায়ন করার দিকে আরও এক পা এগিয়ে গেল।
প্রথম ম্যাচেই দেখা গেছে অভিনব দলটা বেশ কম্প্যাক্ট। দলটির ডিফেন্স ও মাঝমাঠ দারুন। গোল করার মত লোকও আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রতিপক্ষ যেই থাকুক, অভিনব ভয় পায় না। তারা নিজেদের ব্র্যান্ডের ফুটবল খেলে। ঠিক এমন চিত্রই দেখা গেল ইন্ডিয়া ক্লাবের বিরুদ্ধেও। কদিন আগেই ৬৮তম বরদলৈ ট্রফির সেমিফাইনালে খেলে এসেছে ইন্ডিয়া ক্লাব। সেই দলের থেকে সুপার ডিভিশনের জন্য কিছুটা রদবদল করলেও বেশ শক্তিশালী দল গঠন করেছে শতাব্দীপ্রাচীন ক্লাবটি। অধিকাংশই টুর্নামেন্টের ফেবারিট হিসেবে দেখছেন তাদের। এমন একটা দলকেই দুরন্ত ফুটবল দিয়ে আটকে দিল অভিনব।
সেট পিসের বিরুদ্ধে ইন্ডিয়া ক্লাব দলটাকে দুর্বল দেখাচ্ছে। এদিন প্রতিপক্ষের এই দুর্বলতারই ফায়দা তুলল অভিনব। তাদের দুটি গোলই আসে সেট পিস থেকে। ইন্ডিয়া ক্লাবের বিরুদ্ধে নিজেদের গুছিয়ে নিতে কিছুটা সময় নেয় অভিনব। তবে একবার ছন্দ পেয়ে যাবার পর তাদের আর ফিরে তাকাতে হয়নি। ৩৩ মিনিটে এক সেট পিস থেকে গোল করেন লাতুজেন লাথাম। ১-০ গোলে এগিয়ে যায় অভিনব। এই গোলের রেশ কাটতে না কাটতেই ৪১ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন শাইনিংস্টার লামুরং। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় অভিনব।
দু গোলে পিছিয়ে পড়লেও লড়াই থেকে হারিয়ে যায়নি ইন্ডিয়া ক্লাব। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করার দারুন একটি সুযোগ পেয়েছিল তারা। তবে ভ্যান ডন মার সেই সুযোগ হাতছাড়া করেন। ডান দিক থেকে ইন্ডিয়া ক্লাবের পাউদুন রংমাই বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন। তবে প্রতিটি ক্ষেত্রে তার ক্রস দুর্বল থাকায় সুযোগ ভেস্তে যায়। শেষ কয়েক মিনিটে একের পর এক টানা আক্রমণ করে গেলেও ইন্ডিয়া ক্লাব ডেডলক ভাঙতে পারেনি। উল্টো কাউন্টার অ্যাটাকে একাধিক সুযোগ তৈরি করেছিল অভিনব। যদিও ফিনিশিংয়ের অভাবে তারা ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি।
দুরন্ত প্রদর্শনের জন্য এদিনের ম্যাচের সেরা হন লাতুজেন লাথাম।
Comments are closed.